অ্যাপশহর

'হাঁসের মতো হাঁটিয়ে' শাস্তি, মৃত ক্লাস টেন-এর ছাত্র

শিক্ষকের দেওয়া শাস্তির জেরে মৃত্যু হল স্কুলছাত্রের। পুলিশ অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করলে বিক্ষোভে নামলেন অভিভাবকরা।

EiSamay.Com 18 Jan 2018, 6:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শিক্ষকের দেওয়া শাস্তির জেরে মৃত্যু হল স্কুলছাত্রের। পুলিশ অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করলে বিক্ষোভে নামলেন অভিভাবকরা।
EiSamay.Com 10th class student dies after duck walk punishment in chennai
'হাঁসের মতো হাঁটিয়ে' শাস্তি, মৃত ক্লাস টেন-এর ছাত্র


চেন্নাইয়ের পেরাম্বুর এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। গত বুধবার সকালে স্কুলে দেরিতে পৌঁছনোর কারণে শাস্তি হিয়েবে বছর ষোলোর ছাত্রটিকে কড়া শাস্তি দেন শরীরশিক্ষার প্রশিক্ষক। এম নারেন্দর নামে ওই কিশোরকে 'ডাক ওয়াক' বা হাঁসের মতো হাঁটতে বাধ্য করা হয়। কিছু ক্ষণের মধ্যে সে অসুস্থ বোধ করতে থাকে এবং তার পরে জ্ঞান হারায়।

অভিযোগ, ছাত্রের মুরলিকে ফোন করে স্কুল কর্তৃপক্ষ জানায়, সকালে সমবেত প্রার্থনার সময় অচৈতন্য হলে নারেন্দরকে কিলপক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বিগ্ন মুরালি হাসপাতালে পৌঁছে জানতে পারেন, তাঁর ছেলেকে সেখান থেকে স্ট্যানলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই হাসপাতালে পৌঁছলে তিনি জানতে পারেন, চিকিত্‍সকরা পরীক্ষা করার পরে নারেন্দরকে মৃত ঘোষণা করেছেন।

নারেন্দরের বন্ধুরা জানায়, সেদিন সকালে শাস্তি হিসেবে 'ডাক ওয়াক' করানোর পরে সে অসুস্থ হয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের কথায় অসঙ্গি দেখা দেওয়ায় থিরু ভি কা নগর থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান মুরলি। কিন্তু অভিযোগ গ্রহণ করতে অসম্মত হয় পুলিশ। তার জেরে স্কুলছাত্রদের অভিভাবক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্কুলের বাইরে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

বৃহস্পতিবার সকালেও স্কুলের গেটের বাইরে বিক্ষুব্ধ অভিভাবকরা ধর্ণা দেন। অভিযুক্ত শরীরবিদ্যার শিক্ষককে অবিলম্বে বরখাস্ত করার দাবি তোলেন। পরিস্থিতি সামলাতে নামে পুলিশ।

খবরটি তামিলে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল