অ্যাপশহর

শিক্ষা অভিলাষী! স্কুলের পরীক্ষার্থী শতায়ু বৃদ্ধা

কেরালা সরকারের পরিচালিত রাজ্য শিক্ষা মিশনের তিনি হলেন সব থেকে বয়স্কা শিক্ষার্থী। যিনি ইতিহাস গড়ে উত্তীর্ণ হলেন চতুর্থ শ্রেণির পরীক্ষা। কোল্লাম জেলার বাসিন্দা ভাগীরথি আম্মা। তাঁর ৬ ছেলে ও ১৬ জন নাতি-নাতনি নিয়ে পরিবার।

EiSamay.Com 20 Nov 2019, 4:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বয়স যে পড়াশোনার পথে কোন বাধা নয়, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেরালার ১০৫ বছর বয়সি ভাগীরথি আম্মা। কেরালা সরকারের পরিচালিত রাজ্য শিক্ষা মিশনের তিনি হলেন সব থেকে বয়স্কা শিক্ষার্থী। যিনি ইতিহাস গড়ে উত্তীর্ণ হলেন চতুর্থ শ্রেণির পরীক্ষা। কোল্লাম জেলার বাসিন্দা ভাগীরথি আম্মা। তাঁর ৬ ছেলে ও ১৬ জন নাতি-নাতনি নিয়ে পরিবার।
EiSamay.Com Kerala


আম্মা জানিয়েছেন, তাঁর বয়স যখন ন'বছর, তখন তাঁর পড়াশোনা বন্ধ হয়ে যায়। সেই সময়ে তিনি পড়তেল তৃতীয় শ্রেণিতে। কারণ সেই সময়ে তিনি মা হন। তাঁর প্রথম সন্তানের দেখাশোনার কারণেই বন্ধ করতে হয় তাঁকে তাঁর পড়া। যদিও তাঁর স্বপ্ন দেখা বন্ধ হয়নি। আর সেই স্বপ্নকে হাতিয়ার করেই শেষ পর্যন্ত কেরালা সরকারের শিক্ষা মিশনের বলে আম্মার হল স্বপ্ন পূরণ। রবিবার এই বিশেষ পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় মঙ্গলবার। আম্মার এই অভূতপূর্ব ফলে, রাজ্যের অন্য মানুষেরাও যে শিক্ষার প্রতি আগ্রহী হবে তাই মনে করছে কেরালার রাজ্য শিক্ষা দফতর।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল