অ্যাপশহর

কাশ্মীরে পাক গুলিতে শহিদ আরও এক জওয়ান

শুক্রবার রাতে পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালালে, নিহত হয়েছেন আরও এক ভারতীয় জওয়ান। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে।

EiSamay.Com 28 Oct 2016, 11:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে পাকিস্তান ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালালে, নিহত হয়েছেন আরও এক ভারতীয় জওয়ান। ঘটনাটি ঘটেছে কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে।
EiSamay.Com  soldier martyred as pakistan violates ceasefire in kashmir
কাশ্মীরে পাক গুলিতে শহিদ আরও এক জওয়ান


এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাচিলে দু-পক্ষের গোলাগুলি চলছে।

পাক অধিকৃত কাশ্মীর থেকে তাঙধর সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বৃহস্পতিবারও এক সেনা শহিদ হয়েছেন। ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এর মধ্যে প্রায় নিয়মিত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে কাশ্মীর সীমান্তে উত্তেজনা জিইয়ে রেখেছে পাক রেঞ্জার্স।

এদিকে, এদিনই রাতে কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে এক মহিলার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, রাত ৮টা নাগাদ সশস্ত্র দুই ব্যক্তি বাড়িতে চড়াও হয়ে বীবা নামে বছর ৪৫-এর ওই মহিলাকে পরপর দু-বার গুলি করে। ঘটনার সময় মহিলার পাঁচ সন্তানও বাড়িতে ছিল। তারা পুলিশকে জানায়, মাকে গুলি করেই মুখ ঢাকা ওই জঙ্গিরা মোটরবাইকে চেপে পালিয়ে যায়। মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।

ওই বন্দুকবাজরা আদতে জঙ্গি নাকি পুরনো পারিবারিক শত্রুতার জেরে খুন, পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করেছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল