অ্যাপশহর

মোদীর কাছে হঠাত্‍‌ই ট্রাম্পের ফোন, কথা হল দু'জনের

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের চার দিন পর সেই সৌজন্যের কথা মাথায় রেখেই হোয়াইট হাউস থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প।

EiSamay.Com 25 Jan 2017, 1:39 am
এই সময় ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর যে বিশ্ব নেতারা তাঁকে ফোন করছিলেন, তাঁদের প্রথমসারিতেই ছিলেন নরেন্দ্র মোদী। মোদী ছিলেন পঞ্চম ব্যক্তি। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের চার দিন পর সেই সৌজন্যের কথা মাথায় রেখেই হোয়াইট হাউস থেকে ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প।
EiSamay.Com  president trump and pm modi had a great conversation white house official
মোদীর কাছে হঠাত্‍‌ই ট্রাম্পের ফোন, কথা হল দু'জনের


হোয়াইট হাউজের প্রেস সচিব সিয়ান স্পাইসার মঙ্গলবার রাতে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ফোনে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথগ্রহণের পর থেকে এ পর্যন্ত নরেন্দ্র মোদীকে নিয়ে পাঁচ বিদেশি নেতার সঙ্গে কথা বললেন ট্রাম্প।
সূত্রের খবর, দু-জনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। তবে, কী কী বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে, তা জানা যায়নি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল