অ্যাপশহর

পরের তিন অলিম্পিকে চাই সাফল্য, বিশেষ টাস্ক ফোর্স নমোর

আগামী তিনটি অলিম্পিকের কথা মাথায় রেখে টাস্ক ফোর্স গড়বে কেন্দ্রের বিজেপি সরকার। নরেন্দ্র মোদী নিজেই এই টাস্ক ফোর্স গড়ার কথা ঘোষণা করেন।

EiSamay.Com 26 Aug 2016, 8:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী তিনটি অলিম্পিকের কথা মাথায় রেখে টাস্ক ফোর্স গড়বে কেন্দ্রের বিজেপি সরকার। নরেন্দ্র মোদী নিজেই এই টাস্ক ফোর্স গড়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের অলিম্পিক প্রস্তুতিতে যাতে সুবিধে হয়, তার জন্য পরিকল্পনা ছকবে এই টাস্ক ফোর্স।
EiSamay.Com  pm narendra modi announces task force to prepare for next three olympics
পরের তিন অলিম্পিকে চাই সাফল্য, বিশেষ টাস্ক ফোর্স নমোর


পরিকাঠামো থেকে প্রশিক্ষণ এমনকী অলিম্পিকে কারা অংশগ্রহণ করবেন, তা নির্বাচনের ভারও ন্যস্ত থাকবে এই টাস্ক ফোর্সের উপর।

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের সময়েই অলিম্পিক সংক্রান্ত টাস্ক ফোর্সের কথা ঘোষণা করেন মোদী। প্রধানমন্ত্রী জানান, আগামী কয়েক দিনের মধ্যেই এই টাস্ক ফোর্স গড়ার কাজ সম্পন্ন হবে। যারা ২০২০, ২০২৪ ও ২০২৮ অলিম্পিক মাথায় রেখে কাজ করবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল