অ্যাপশহর

চমত্‍‌কার! এশিয়ার অন্যতম বৃহত্তম গির্জা মাথা তুলল নাগাল্যান্ডে

শনিবারই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল এশিয়ার অন্যতম বৃহত্তম গির্জার। যার নাম সুমি ব্যাপ্টিস্ট চার্চ।

EiSamay.Com 22 Apr 2017, 9:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবারই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়ে গেল এশিয়ার অন্যতম বৃহত্তম গির্জার। যার নাম সুমি ব্যাপ্টিস্ট চার্চ।
EiSamay.Com  one of asias largest churches inaugurated in nagaland
চমত্‍‌কার! এশিয়ার অন্যতম বৃহত্তম গির্জা মাথা তুলল নাগাল্যান্ডে


ন-তলা এই চার্চটি তৈরি হয়েছে নাগাল্যান্ডের জুনহেবোতো শহরে। নির্মাণে প্রায় ১০ বছর সময় লেগেছে। খরচ হয়েছে ₹৩৬ কোটি টাকা।

কনফারেন্স হল-সহ মোট ২৭টি রুম রয়েছে এই গির্জায়। অসুস্থ হয়ে পড়লে সিক রুম, বাচ্চাদের জন্য প্লেরুম, সেমিনার হল, মিটিং হল... কী নেই! এমনকী পুলও রয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল