অ্যাপশহর

রামমন্দির নির্মাণে সিমেন্ট দিতে অযোধ্যা চললেন এই মুসলিম যুবক

তিনটি কন্নড় ছবিতে মুখ দেখিয়েছেন। তার পরেও শামসুদ্দিন নাদাফকে আপনি চিনবেন না। কর্নাটকের য়লাবুর্গ জেলার প্রত্যন্ত তলকল গ্রামের আদতে অখ্যাত এই যুবককে চেনার কথাও যদিও নয়।

EiSamay.Com 28 Apr 2017, 12:18 am
এই সময় ডিজিটাল ডেস্ক: তিনটি কন্নড় ছবিতে মুখ দেখিয়েছেন। তার পরেও শামসুদ্দিন নাদাফকে আপনি চিনবেন না। কর্নাটকের য়লাবুর্গ জেলার প্রত্যন্ত তলকল গ্রামের আদতে অখ্যাত এই যুবককে চেনার কথাও যদিও নয়। এমন তো কতজনই রুপোলি পর্দায় রোজ মুখ দেখান। তার পরেও অচেনাকে চিনে নিতে আর কতক্ষণ। ঘটনা হল, একজন মুসলিম হয়ে যে কাজটি শামসুদ্দিন করতে চলেছেন, তা কিন্তু তারিফযোগ্যই।
EiSamay.Com  muslim youth to donate cement for building ram mandir in ayodhya
রামমন্দির নির্মাণে সিমেন্ট দিতে অযোধ্যা চললেন এই মুসলিম যুবক


অযোধ্যায় রামমন্দির নির্মাণে এক বস্তা সিমেন্ট দেবেন শামসুদ্দিন। তাঁর কাছ থেকে পাওয়া এক বস্তা সিমেন্ট, প্রয়োজনের তুলনায় কিছুই নয় হয়তো। আবার ব্যক্তি বিচারে অনেক কিছুই। তাই মন্দির-মসজিদ বিতর্ক সরিয়ে কর্নটকের এই যুবক নিজেই রওনা দিচ্ছেন অযোধ্যায়।



শামসুদ্দিন জানান, আগামী ২৯ এপ্রিল অযোধ্যায় গিয়ে মন্দির কমিটির হাতে এক বস্তা সিমেন্টের দাম তুলে দেবেন। তিনি যে একবস্তা সিমেন্ট দিচ্ছেন, তার রসিদও নেবেন।

কারণ, কন্নড় ছবির এই অভিনেতার কথায়, 'আমি মনে করি, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত।' তাই অনেকের অনেক বিরোধিতা, আপত্তি সত্ত্বেও শুধুমাত্র 'ধর্মীয় সমন্বয়'-এর কারণে তিনি সিমেন্টের দাম দিতে অযোধ্যায় চলেছেন। অযোধ্যায় রওনা দেওয়ার আগে, বন্ধুদের সঙ্গে বুধবার গোবিসিদ্ধেশ্বর মঠে গিয়ে সেখানকার স্বামীজির আশীর্বাদও নিয়ে এসেছেন এই যুবক।

বিগত কয়েক দশক ধরে অযোধ্যার বিতর্কিত রামমন্দির-বাবরি মসজিদ নিয়ে টেনশন তৈরি হয়ে রয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট আদালতের বাইরে বিষয়টির মীমাংসা করতে বলেন। প্রয়োজনে দু-পক্ষের মধ্যে মধ্যস্থতাও করতে চায় শীর্ষ আদালত। একই সঙ্গে বাবরি মসজিদ ভাঙার ঘটনায় বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি, উমা ভারতী, মুরলি মনোহর জোশীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার নির্দেশ দেয়া হয়।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল