অ্যাপশহর

অনশন মঞ্চ থেকেই গ্রেপ্তার মেধা পাটকর

নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর ছাড়াও আরও ৫ জনকে সোমবার অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেল পুলিশ।

Ei Samay 7 Aug 2017, 10:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী মেধা পাটকর ছাড়াও আরও ৫ জনকে সোমবার অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গেল পুলিশ। ধরের চিকালদায়, সর্দার সরোবর প্রজেক্ট (SSP) এলাকার বেআইনি দখলদারদের পুনর্বাসনের দাবিতে গত ১২ দিন ধরে অনশনে করছিলেন মেধা।
EiSamay.Com  medha patkar 5 others taken into custody
অনশন মঞ্চ থেকেই গ্রেপ্তার মেধা পাটকর


সোমবার চিকালদার ওই গ্রামে ঢোকে পুলিশের বড় একটি বাহিনী। মেধা-সহ অনশনকারী ৬ জনকে হেফাজতে নেওয়ার আগে 'প্রজেক্ট অ্যাফেক্টেড ফ্যামিলি' (PAFs)-র মঞ্চ থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তারের সময় মেধা বলেন, পুনর্বাসনের দাবিতে গত ১২ দিন ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে অনশন চালাচ্ছিলাম। কিন্তু, মধ্যপ্রদেশ সরকার কোনওরকম আলোচনা ছাড়াই অনশন মঞ্চ থেকে জোর করে ১২ জনকে তুলে নিয়ে যায়। মোদী সরকার ও শিবরাজ সিং চৌহানের নির্দেশেই এই গ্রেপ্তারি বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, দেশের জন্য মহাত্মা গান্ধী যে 'স্বপ্ন' দেখে এসেছিলেন, সেই স্বপ্নকে 'খুন' করতেই মধ্যপ্রদেশ সরকার পুলিশ ফোর্সকে ব্যবহার করেছে।

মেধা বলেন, 'এই আন্দোলনকে এবার উচ্চশিখরে নিয়ে যেতে হবে।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল