অ্যাপশহর

কাশ্মীরে ISIS নেই, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি কাশ্মীরে আত্মগোপন করে রয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে ওড়াল কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক।

EiSamay.Com 28 Feb 2018, 12:08 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ইসলামিক স্টেট (ISIS) জঙ্গি কাশ্মীরে আত্মগোপন করে রয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে ওড়াল কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক।
EiSamay.Com  home ministry denies isis presence in kashmir
কাশ্মীরে ISIS নেই, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের


আইসিসের নাম করে কেউ বা কারা এক পুলিশ অফিসারকে মেরে, সেই খুনের দায় স্বীকার করে। কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রক এই দাবি নস্যাত্‍‌ করে জানিয়েছে, কাশ্মীরে কোনও আইসিস ঘাঁটি গাড়েনি। কেউ আইসিসের নাম করে, এই ক্রিয়াকলাপ চালাচ্ছে।

অন্য কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য পুলিশকর্মীকে খুন করেছে বলে মনে করা হচ্ছে। অথবা, সন্ত্রাসবাদী সংগঠনের ক্রিয়াকলাপে উদ্ধুদ্ধ হয়ে কেউ এমন কাজ করতে পারে বলেও মনে করা হচ্ছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল