অ্যাপশহর

'হ্যালো, শুনছেন আমি ISI এজেন্ট... ভারতে আশ্রয় চাই'

ই ঘটনার কিছুক্ষণ আগেই দুবাই থেকে আসা একটি ফ্লাইটে দিল্লি বিমানবন্দরে নামেন মহম্মদ আহমেদ শেখ মুহাম্মদ রফিক। সঙ্গে পাকিস্তানি পাসোপোর্ট।

EiSamay.Com 28 Apr 2017, 11:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের হেল্প ডেস্কের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তি যখন উত্‍‌কণ্ঠিত চোখেমুখে গড়গড়িয়ে বলে চললেন, 'হ্যালো, শুনছেন, আমি একজন আইএসআই এজেন্ট। কিন্তু আমি এই কাজটা আর করতে চাই না। ভারতে আশ্রয় চাই। আমার আরও কিছ বলার আছে...', ডেস্কে কর্তব্যরত মহিলা কালক্ষেপ না-করেই বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের খবর দেন।
EiSamay.Com  hello i am an isi agent want to stay in india pakistani man makes startling claim at delhis igi airport
'হ্যালো, শুনছেন আমি ISI এজেন্ট... ভারতে আশ্রয় চাই'


এই ঘটনার কিছুক্ষণ আগেই দুবাই থেকে আসা একটি ফ্লাইটে দিল্লি বিমানবন্দরে নামেন মহম্মদ আহমেদ শেখ মুহাম্মদ রফিক। সঙ্গে পাকিস্তানি পাসোপোর্ট। নিরাপত্তা আধিকারিকরা তড়িঘড়ি তাঁকে আটক করে, জেরার জন্য ভারতীয় গোয়েন্দাদের হাতে তুলে দেন।
জিগ্যাসাবাদে বছর ৩৮-এর রফিক জানান, এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দুবাই থেকে তিনি দিল্লি বিমানবন্দরে নেমেছেন। এরপর কাঠমান্ডু চলে যাওয়ার কথা থাকলেও, তিনি কাঠমান্ডুর ফ্লাইট না-ধরে, সোজা ইন্দিরা গান্ধি বিমানবন্দরের হেল্প ডেস্কের শরণাপন্ন হন।

বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের কাছে নিজেকে পাকিস্তানের চর হিসেবে উল্লেখ করে রফিক বলেন, আইএসআই-এর চরবৃত্তি করা তাঁর পছন্দ নয়। সে কারণেই ভারতে আশ্রয় চান। ধৃত এই ব্যক্তির দাবির সত্যতা খতিয়ে দেখছেন ভারতীয় গোয়েন্দারা। কোথায় নিয়ে গিয়ে তাঁকে জেরা করা হচ্ছে, সে বিষয়ে মিডিয়াকে অবশ্য কিছু জানানো হয়নি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল