অ্যাপশহর

সিগারেট দিতে অস্বীকার করে মার্কিনির হাতে খুন ভারতীয়

ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরের এক মুদি দোকানের বাইরে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করা হল ভারতীয় যুবককে।

EiSamay.Com 6 May 2017, 10:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরের এক মুদি দোকানের বাইরে ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করা হল ভারতীয় যুবককে। নিহত জগজিত্‍ ওরফে জগ্গা ওই দোকানেরই কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগারেট নিয়ে বচসার জেরেই খুন হয়েছেন বছর ৩২-এর এই যুবক। যদিও, তদন্ত শেষের আগে ক্যালিফোর্নিয়া পুলিশ এ নিয়ে কিছু বলতে চায়নি।
EiSamay.Com  hate crime punjabi man murdered in us over cigarettes family in shock
সিগারেট দিতে অস্বীকার করে মার্কিনির হাতে খুন ভারতীয়


সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ায় আসার পর থেকে মোডেস্টো শহরে দিদি-জামাইবাবুর সঙ্গেই থাকতেন জগজিত্‍‌। বছর দেড়েক আগে চাকরির সন্ধানেই এসেছিলেন মার্কিনমুলুকে। পঞ্জাবের কাপুরথালায় দুই ছেলে ইশমিত সিং (৯) ও দিলপ্রীত সিং (৭)-কে নিয়ে থাকেন তাঁর স্ত্রী কুলজিত্‍‌ কৌর।



শনিবার জগজিতের অকস্মাত্‍‌ মৃত্যুসংবাদ এসে পৌঁছনোর পরেই নাদালার কাপুরথালার বাড়িতে শোকের আবহ তৈরি হয়। নিহতের বাবা জানান, আর্থিক সচ্ছলতার কথা ভেবেই ধারদেনা করে দেড় বছর আগে ছেলেকে আমেরিকায় পাঠিয়েছিলাম। ওর মতো ঠান্ডা মাথার ছেলের এমন করুণ পরিণতি হবে, ভাবতেও পারছি না!

ঘটনার প্রত্যক্ষদর্শী, নিহত এই ভারতীয়ের এক সহকর্মী সিকান্দার সিং জানান, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ কয়েক জন স্টোরে এসে সিগারেটের প্যাকেট চায়। কিন্তু সঙ্গে পরিচয়পত্র না-থাকায়, আইন মোতাবেক সিগারেট দিতে অস্বীকার করেন জগজিত্‍‌। তা থেকেই বচসার সূত্রপাত্‍‌। ফিরে যাওয়ার আগে ওই মার্কিন নাগরিক জগজিত্‍‌কে 'দেখে নেওয়ার' হুমকি দিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই জগজিত্‍‌ বাইরে বেরোলে, ধারালো অস্ত্রে এলোপাথাড়ি কুপিয়ে খুন করা হয়। স্টোর চত্বরে লাগানো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই অপরাধের ছবি।

মৃত ভারতীয় যুবকের পরিবার জানিয়েছে, পুলিশ খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল