অ্যাপশহর

তিন তালাকের জের, আত্মঘাতী যুবতী

সপ্তাহ দুয়েক আগেই তিন তালাক দিয়ে তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন স্বামী। এমনকী একমাত্র ছেলেকেও স্ত্রীর কাছ থেকে কেড়ে নেন। যার জেরে বিমর্ষ যুবতী শেষমেশ গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়লেন।

EiSamay.Com 12 Apr 2017, 8:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তাহ দুয়েক আগেই তিন তালাক দিয়ে তাঁর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন স্বামী। এমনকী একমাত্র ছেলেকেও স্ত্রীর কাছ থেকে কেড়ে নেন। যার জেরে বিমর্ষ যুবতী শেষমেশ গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়লেন। ঘটনাটি ঘটেছে লখনউ থেকে ১৮০ কিলোমিটার দূরে, উত্তরপ্রদেশের বাসতিতে।
EiSamay.Com  divorced through triple talaq muslim woman kills self in uttar pradesh
তিন তালাকের জের, আত্মঘাতী যুবতী


পুলিশ জানায়, তালাকের পর একমাত্র সন্তানকেও তাঁর কাছে ছাড়তে নারাজ ছিলেন স্বামী। কোলের সন্তানকে কাছে না পেয়ে যুবতী মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। যার জেরে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেন।

উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তিন তালাকই অন্যতম আলোচ্য ইস্যু। মুসলিম মহিলাদের একটা বড় অংশই তিন তালাকের বিরোধী। সোশ্যাল মিডিয়াতেও তালাকের বিরুদ্ধে মুখ খুলছেন মহিলারা।

সোমবার বাসতির পৈকাউলিয়ায় শবনম নিসা ওরফে শাব্বুর আত্মহত্যার পর তালাকের প্রাসঙ্গিকতা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, চার বছর আগে সালতুয়া দিগরের বাবুর সঙ্গে শাব্বুর বিয়ে হয়। শাব্বুর বাবা জগ্গন পুলিশকে জানান, দিন পনেরো আগে তিন তালাক দিয়ে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন বাবু। বাধ্য হয়ে একমাত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন শাব্বু। কিন্তু এর মধ্যে একদিন বাবু এসে জোর করে মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে যায়। তার পর থেকেই মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিল। যার পরিণতি এই আত্মহত্যা।

পরের খবর