অ্যাপশহর

বিতর্কিত মন্তব্যে বিপাকে যোগগুরু, রামদেবের বিরুদ্ধে জারি পরোয়ানা

হরিয়ানার প্রাক্তন মন্ত্রীর দায়ের করা মামলায় সমন পেয়েও আদালতে না-আসার জন্য যোগগুরু রামদেবের বিরুদ্ধে শুক্রবার জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি হল।

EiSamay.Com 12 May 2017, 11:05 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হরিয়ানার প্রাক্তন মন্ত্রীর দায়ের করা মামলায় সমন পেয়েও আদালতে না-আসার জন্য যোগগুরু রামদেবের বিরুদ্ধে শুক্রবার জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি হল।
EiSamay.Com  bailable warrant issued against baba ramdev for behead those who refuse to say bharat mata ki jai remark
বিতর্কিত মন্তব্যে বিপাকে যোগগুরু, রামদেবের বিরুদ্ধে জারি পরোয়ানা


'ভারত মাতা কি জয়' বলতে যারা অস্বীকার করে, তাদের শিরোশ্ছেদ করা উচিত। ভরা সমাবেশে, প্রকাশ্যে এমন বিতর্কিত মন্তব্যের জন্যই যোগগুরু রামদেবের বিরুদ্ধে এফআইআর করেছিলেন হরিয়ানার প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুভাষ বাত্রা। সেই মামলায় হরিয়ানার অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক হরীশ গোয়েল গত ২ মার্চ রামদেবকে সমন পাঠালেও, তিনি আদালতে হাজিরা দেননি। তার জেরেই শুক্রবার যোগগুরুর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় পরোয়ানা জারি হয়েছে।

বাত্রার আইনজীবী সাংবাদিকদের এদিন জানিয়েছেন, রামদেবকে আগামী ১৪ জুন আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত জামিনের জন্য ১ লক্ষ টাকা জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি বাত্রার হয়ে এই মামলায় হরিয়ানা আদালতে সওয়াল করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আর কে আনন্দ।

বাত্রা জানান, গত বছর হরিয়ানার এক অনুষ্ঠানে রামদেব এই বিতর্কিত মন্তব্য করার পরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, পুলিশ যোগগুরুর বিরুদ্ধে আফআইআর নিতে অস্বীকার করে। বাধ্য হয়েই বিষয়টিতে আদালতের শরণাপন্ন হই।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল