অ্যাপশহর

West Bengal Primary Recruitment 2020: শুরুতেই জট, প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা

মামলায় বিদ্ধ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। সাড়ে ১৬ হাজার শিক্ষক নিয়োগের প্রাথমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছে। আগামী ৪ জানুয়ারি সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠতে পারে।

EiSamay.Com 24 Dec 2020, 11:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মসৃণ হল না রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া (West Bengal Primary Recruitment 2020)। জল গড়াল আদালত পর্যন্ত। যার ফলে সিঁদুরে মেঘ দেখছেন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী গতকাল, বুধবার প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হল। আদালতের সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের হয়েছে। আগামী ৪ জানুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। যার ফলে এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে আইনি জটিলতার আশঙ্কা করছেন অনেকে।
EiSamay.Com high court 1
প্রতীকী ছবি


West Bengal Primary Recruitment 2020: প্যারাটিচারদের জন্য ১০% সংরক্ষণ, প্রাথমিকে শিক্ষক পদে আবেদনের শেষ তারিখ ৬ জানুয়ারি
মামলাকারীদের বক্তব্য, প্রাথমিক টেটে যে ৬টি প্রশ্ন ভুল থাকা নিয়ে মামলা দায়ের হয়েছিল, সেখানে মামলাকারীদের পাশ করিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি যে সমস্ত পরীক্ষার্থী বিতর্কিত প্রশ্নগুলির উত্তর লিখেছিলেন, তাদের সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে নতুন মামলা হয়। সুপ্রিম কোর্টে এ ব্যাপারে মামলাকারীদের বক্তব্যের সারবত্তা আছে বলে ফের সেই মামলা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল। তা এখনও ঝুলে রয়েছে ডিভিশন বেঞ্চে। এই অবস্থায় নতুন করে প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তিতে পুরনো মেধা তালিকা থেকেই নিয়োগের কথা বলা হয়েছে। এর ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন বলে আদালতে জানিয়েছেন মামলাকারীরা। তাঁদের এই আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে আদালত।

প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি অনুসারে, কেবলমাত্র ২০১৪ সালের TET উত্তীর্ণ প্রশিক্ষিত আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে ৬ জানুয়ারির মধ্যে। প্যারা-টিচারদের জন্য মোট শূন্য আসনের ১০ শতাংশ সংরক্ষিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে চাকরিপ্রার্থীদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 8902081201 নম্বরে ফোন করলে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

জীবন গড়ার দিশারি এই সময় ডিজিটাল। চাকরি বা শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম চ্যানেল। জাস্ট একটা ক্লিক এখানে।

পরের খবর