অ্যাপশহর

WBPDCL: বিদ্যুৎ দফতরের গুরুত্বপূর্ণ পদে শুরু নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত সংস্থার বিদ্যুৎকেন্দ্র ও প্রোজেক্টে ডাক্তার ও নার্স নিয়োগ করতে চলেছে এই সংস্থা।

EiSamay.Com 3 Dec 2021, 7:19 pm
West Bengal Power Development Corporation: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে West Bengal Power Development Corporation। মেডিক্যাল অফিসার ও স্টাফ নার্স পদে নিয়োগ করতে চলেছে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ এই সংস্থা। ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত সংস্থার বিদ্যুৎকেন্দ্র ও প্রোজেক্টে ডাক্তার ও নার্স নিয়োগ করতে চলেছে এই সংস্থা। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০.৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে ইন্টারভিউ পর্ব।
EiSamay.Com WBPDCL.
ছবি সৌজন্য: WBPDCL


আসুন, এবার দেখে নেওয়া যাক, এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোন কোন যোগ্যতা থাকা প্রয়োজন।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা
মেডিক্যাল অফিসার- এই পদে মোট ১১ জন ডাক্তার নিয়োগ করা হবে।

স্টাফ নার্স- এই পদে মোট ১৯ জন নার্স নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
মেডিক্যাল অফিসার- এই পদে আবেদনকারী প্রার্থীর মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত MBBS ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়া মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে প্রার্থীর।

স্টাফ নার্স- এই পদে আবেদনকারী প্রার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই পাশ করে থাকতে হবে। এছাড়াও, কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে নার্সিং ও মিডওয়াইফেরিতে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকা আবশ্যক।

বয়সের ঊর্ধ্বসীমা
মেডিক্যাল অফিসার- এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২১ তারিখে ৩৬ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

স্টাফ নার্স- এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ১ নভেম্বর ২০২১ তারিখে ৩২ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

সংরক্ষণের আওতায় পড়া প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় প্রদান করা হবে। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের ছাড় প্রদান করা হবে। এছাড়াও, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ১০ বছরের ছাড় প্রদান করা হবে। তবে, সংরক্ষণের আওতায় পড়া কোনও প্রার্থীকে ৪৫ বছরের বেশি ছাড় প্রদান করা হবে না।

West Bengal Power Development Corporation-এর চুক্তিবদ্ধ কর্মীদেরও বয়সের ঊর্ধ্বসীমায় ৪৫ বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে।

তবে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীরাই সংরক্ষণের লাভ নিতে পারবেন। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য থেকে যদি কোনও প্রার্থী ইন্টারভিউর জন্য আসেন, সেক্ষেত্রে সেই প্রার্থীকে সংরক্ষণের সুবিধে ছাড়াই এই ইন্টারভিউতে বসতে হবে।

Railway Recruitment 2021: গুরুত্বপূর্ণ পদে লোক নিচ্ছে রেল, জানুন সব তথ্য
বেতন
এই পদে নির্বাচিত প্রার্থীদের ৫৬,১০০ টাকা বেসিক পে প্রদান করা হবে।
স্টাফ নার্স- এই পদে নির্বাচিত প্রার্থীদের ২৯০০০ টাকা বেসিক পে প্রদান করা হবে।

তবে বেসিক পে ছাড়াও, বেশ কিছু অ্যালাওয়েন্স প্রদান করা হবে প্রার্থীদের।

Uber থেকে ₹২ কোটি বেতনের চাকরি, IIT Bombay Placement'এ চমক পড়ুয়ার
এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়তে, এই লিঙ্কে ক্লিক করুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল