অ্যাপশহর

WBPSC: প্রকাশিত মেধা তালিকা, শিগগির শুরু হবে পারসোনালিটি টেস্ট

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। গত অক্টোবরে জুডিশিয়াল সার্ভিসের প্রাথমিক স্তরের পরীক্ষা নেওয়া হয়েছিল।

EiSamay.Com 2 Mar 2021, 8:50 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা 2020-র সফল পরীক্ষার্থীদের চূড়ান্ত মেধা তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। কমিশনের সরকারি ওয়েবসাইট www.wbpsc.gov.in-এ এই তালিকা প্রকাশ করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের পারসোনালিটি টেস্টের জন্য কমিশনের পক্ষ থেকে শিগগির ডাকা হবে। যে সমস্ত পরীক্ষার্থী এই পরীক্ষাটির লিখিত পর্যায়ে বসেছিলেন তাঁরা খুব সহজেই মেধা তালিকা থেকে তাঁদের পরীক্ষার ফলাফল জেনে নিতে পারবেন।
EiSamay.Com psc
প্রতীকী ছবি


তালিকাটি দেখার জন্য পরীক্ষার্থীদের প্রথমে কমিশনের ওয়েবসাইটটিতে যেতে হবে। ওয়েবসাইটের হোম পেজে 'LIST OF THE CANDIDATES CALLED FOR PERSONALITY TEST FOR THE WEST BENGAL JUDICIAL SERVICE EXAMINATION, 2020’ নামক লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই পরীক্ষার্থীদের সামনে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নামের তালিকা-সহ একটি PDF ফাইল খুলে যাবে।

FCI-তে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জানুন বিশদে
উল্লেখ্য, গত অক্টোবর মাসে পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিসের প্রাথমিক স্তরের পরীক্ষা নেওয়া হয়। এরপর ডিসেম্বর মাসে হয় মেনস পরীক্ষা। সেই পরীক্ষাতে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নামের তালিকা কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হল।

পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের পারসোনালিটি টেস্টের দিনক্ষণ কমিশনের অফিসের নোটিস বোর্ডে খুব শীঘ্রই টাঙানো হবে। এছাড়াও কমিশনের ওয়েবসাইটে যথা সময়ে তা প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা পারসোনালিটি টেস্টের অ্যাডমিট কার্ডও এই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারবেন।

তাই পরীক্ষায় যে সমস্ত পরীক্ষার্থী উত্তীর্ণ হলেন তাঁরা সেই দিকে অবশ্যই নজর রাখতে পারেন। তবে পুরোটাই হবে অস্থায়ী বা প্রভিশনাল। এই পরীক্ষায় বসার জন্য যে শিক্ষাগত যোগ্যতা একজন পরীক্ষার্থীর প্রয়োজন যা প্রথমে যাচাই করে তবেই তাঁকে পারসোনালিটি টেস্টে বসার অনুমতি দেওয়া হবে কমিশনের পক্ষ থেকে।

এর জন্য পারসোনালিটি টেস্টের দিন পরীক্ষার্থীকে তাঁর শিক্ষাগত যোগ্যতা ও কর্মক্ষেত্রের সমস্ত প্রমাণপত্র নিয়ে কমিশনের অফিসে উপস্থিত হতে হবে। এই প্রমাণপত্রের মধ্যে বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ সহ ভারতের কোনও একটি রাজ্য অথবা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তাঁর নাম নথিভুক্ত থাকার প্রমাণ দিতে হবে।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল