অ্যাপশহর

ISRO-র গর্বে গর্বিত? এবার চাকরিও পেতে পারেন

বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ISRO-র তরফে।

EiSamay.Com 16 Feb 2017, 5:33 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ১০৪টি উপগ্রহের সফল উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করেছে ISRO। বুধবার সকালে PSLV C37 রকেটকে মহাকাশের উদ্দেশে লঞ্চ করা হয়। এর সঙ্গেই ছিল ১০৪টি উপগ্রহ বা স্যাটেলাইট।
EiSamay.Com want to work with isro heres how to apply
ISRO-র গর্বে গর্বিত? এবার চাকরিও পেতে পারেন


ISRO-র এই সাফল্যের পর শুভেচ্ছা বার্তা আসে বিভিন্ন মহল থেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কুর্নিশ জানানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে। বিশ্বের মতোই ISRO-র সাফল্যে গর্বিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশবাসী। এবার দেশের যুবসমাজের কাছে সুযোগ, ISRO-র গর্বের মিশনগুলিতে প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার। সুযোগ দেশের গর্বের কারণ হিসেবে নিজেকে তুলে ধরার।

পড়ুন, ​ মহাকাশ চর্চায় ভারতকে প্রথম সারিতে বসিয়ে কুর্নিশ জানাল বিশ্ব

বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ISRO-র তরফে। বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৭ মার্চ।

জানেন, ​ গোয়েন্দা ইসরো! এবার কর ফাঁকি দিলেই লোক চেনাবে স্যাটেলাইট

বিজ্ঞানী/ইঞ্জিনিয়ার (SC) পদে লেভেল ১০-এর বেতনক্রম অনুযায়ী (প্রায় ₹৫৬,১০০) নিয়োগ করবে ISRO। ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক যুবকদের জন্য নিম্নোক্ত শূন্য পদে নিয়োগ হবে –

ইলেক্ট্রনিক্স ৪২
মেকানিক্যাল ৩৬
কম্পিউটার সায়েন্স

যোগ্যতা: প্রার্থীদের বি.ই. বা বি.টেক ডিগ্রি এবং গড়ে ৬৫% নম্বর থাকতে হবে। শেষ পরীক্ষায় বসতে চলেছেন, এমন প্রার্থীদের কাছেও আবেদনের সুযোগ রয়েছে, যদি তারা ৩১ অগাস্টের মধ্যে ফলাফল জমা দিতে পারেন।

বয়সসীমা: ৭ মার্চ পর্যন্ত যাঁদের বয়স ৩৫, একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রাক্তন সরকারি কর্মী ও বিশেষভাবে সক্ষম প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পরীক্ষা: ১২টি কেন্দ্রে ৭ মে লিখিত পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলি হল – আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই, নিউ দিল্লি এবং তিরুবনন্তপুরম।

আবেদন ফি: অনলাইন ব্যাঙ্কিংয়ে ₹১০০ ফি জমা দিতে হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি: ISRO-র ওয়েবসাইট isac.gov.in –এ লগইন করুন। এবার কেরিয়ার সেকশনে ক্লিক করুন। Isro Hq:Icrb:01:2017 নম্বরের বিজ্ঞাপন রয়েছে সেখানে। তাতে ক্লিক করুন। প্রয়োজনীয় অংশে তথ্য দিয়ে ফর্ম ফিল-আপ করুন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল