অ্যাপশহর

UPSC: প্রফেসর ও অধ্যাপক পদে শুরু নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

অধ্যাপক ও টিউটর পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট ২১টি শূন্য পদে নিয়োগ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা।

EiSamay.Com 28 Nov 2021, 6:23 pm
UPSC Recruitment: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অধ্যাপক ও টিউটর পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা UPSC--র সরকারি ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য তাঁদের আবেদন জমা করতে পারবেন। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে, এই সংস্থায় মোট ২১টি শূন্য পদে নিয়োগ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন প্রার্থীরা। এছাড়াও, অনলাইনের মাধ্যমে জমা করা আবেদনটি প্রিন্ট করার শেষ তারিখ ১৭ ডিসেম্বর।
EiSamay.Com upsc.
প্রতীকী ছবি


আসুন এবার দেখে নেওয়া যাক, কোন কোন পদে কতজন করে অধ্যাপক বা টিউটর নিয়োগ করা হবে।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা
প্রফেসর- মোট ১টি শূন্যপদে করা হবে নিয়োগ
অ্যাসোসিয়েট প্রফেসর- মোট ৬টি শূন্য পদে করা হবে নিয়োগ।
টিউটর- মোট ১৪টি শূন্য পদে করা হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনকারী প্রার্থীদের বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারী প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করুন।

বয়সের ঊর্ধ্বসীমা
প্রফেসর- আবেদনকারী প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
অ্যাসোসিয়েট প্রফেসর- আবেদনকারী প্রার্থীদের বসয় ৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
টিউটর- আবেদনকারী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

Indian Railway Recruitment: গ্রুপ ডি পদে আবেদনে ভুল? এখনই সংশোধন করুন!
আবেদনের ফি
আবেদনকারী প্রার্থীদের ২৫ টাকা আবেদনের ফি হিসেবে জমা করতে হবে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের কোনও শাখায় গিয়ে আবেদনের ফি জমা করতে পারবেন প্রার্থীরা। এছাড়াও অনলাইনে নেট ব্যাঙ্কিং/ ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে এই ফি জমা করতে হবে। SC/ST/PwBD/মহিলা প্রার্থীদের কোনও ফি জমা করতে হবে না।

CAPF (Assistant Commandant): ইন্টারভিউর দিনক্ষণ ঘোষণা করল UPSC
এই সংক্রান্ত আরও তথ্যের জন্য UPSC-র সরকারি ওয়েবসাইট upsc.gov.in-এ চোখ রাখতে অনুরোধ করা হচ্ছে প্রার্থীদের। মনে রাখবেন, অনলাইনে আবেদন জমা করার শেষ তারিখ ১৬ ডিসেম্বর ২০২১। আবেদনপত্রের কপি প্রিন্ট করার শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল