অ্যাপশহর

স্নাতকোত্তর প্রবেশিকায় CU এবার অনলাইন পরীক্ষার পথে

পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক, ও সময় উপযোগী করার লক্ষ্যে অনলাইন প্রবেশিকা পরীক্ষার পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়। যার জেরে চলতি বছর থেকেই স্নাতকোত্তর স্তরের সম্পূর্ণ প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে।

EiSamay.Com 26 Jun 2019, 1:57 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গত বেশ কিছু বছরে রাজ্যজুড়ে হওয়া একাধিক পরীক্ষার স্বচ্ছতা নিয়ে বারেবারে প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা দফতর। এবার তার থেকে শিক্ষা নিয়ে ও পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক, ও সময় উপযোগী করার লক্ষ্যে অনলাইন প্রবেশিকা পরীক্ষার পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়। যার জেরে চলতি বছর থেকেই স্নাতকোত্তর স্তরের সম্পূর্ণ প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে। সোমবার এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী। অনলাইনে পরীক্ষা হওয়ার ফলে, আগে থেকে প্রশ্ন ফাঁস হয়ার কোনও সম্ভাবনা থাকছে না বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। গোটা রাজ্যে স্নাতকোত্তরের ভর্তির ক্ষেত্রে অনলাইনে পরীক্ষার উদ্যোগ এই প্রথম নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
EiSamay.Com university of calcutta
কলকাতা বিশ্ববিদ্যালয়।


এতদিন পরীক্ষার্থীরা অনলাইনে ফর্ম ফিলাপ করলেও তাঁদেরকে ইউনিভার্সিটিতে গিয়েই প্রবেশিকা পরীক্ষা দিতে হত। কিন্তু চলতি বছর থেকে অনলাইে পরীক্ষা নেওয়ার সিদ্দান্ত গ্রহণের পর কিছুটা বদলাচ্ছে সেই নিয়ম। এ বছর থেকে প্রত্যেক পরীক্ষার্থী নির্ধারিত সেন্টারে যাবেন সেখানেই থাকবে কম্পিউটার। এক ঘন্টায় মোয় ১০০ নম্বরের ৫০ টি মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হবে তাঁদের। মোট ৬৬টি বিষয়ে অনলাইন পরীক্ষা হবে। সে ক্ষেত্রে স্নাতকোত্তর স্তরের যে ৪০ শতাংশ আসন বাইরের বিশ্ববিদ্যালয় জন্য খোলা তাতেই হবে অনলাইন পরীক্ষা। অন্য৬০ শতাংশ আসন থাকে কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রদের তাতে হবে সাধারণ প্রক্রিয়ার ভর্তি।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল