অ্যাপশহর

প্রতি ২৭ গ্র্যাজুয়েটের জন্য ১টি চাকরি! প্রকাশ্যে দেশের কর্মসংস্থানের কঙ্কাল!!

বেকারত্ব সমস্যা সমাধানে মোদী সরকার ব্যর্থ বলে দাবি তুলেছে বিরোধীরা।

EiSamay.Com 29 Jun 2017, 7:48 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সাল, ২০১৩। ১টি মাত্র পদ। কিন্তু, চাকরির আবেদনকারী ৯। সাল, ২০১৬। এবারও ১টি পদেই আবেদন। প্রার্থী, ২৭। দেশের বেকারত্বের এমনই চাঞ্চল্যকর চিত্র ধরা পড়েছে সাম্প্রতিক এক রিপোর্টে।
EiSamay.Com there are 27 graduates for one job in india
প্রতি ২৭ গ্র্যাজুয়েটের জন্য ১টি চাকরি! প্রকাশ্যে দেশের কর্মসংস্থানের কঙ্কাল!!


জে এম ফিনান্সিয়াল-এর রিপোর্টে ধরা পড়েছে এই তথ্য। শ্রম মন্ত্রকের তরফে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করেছে ওই সংস্থা। রিপোর্ট অনুযায়ী, আবেদনকারীরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত। এবং এর থেকেই বেকারত্বের পরিষ্কার চিত্রের দেখা মিলছে।

প্রসঙ্গত, বেকারত্ব সমস্যা সমাধানে মোদী সরকার ব্যর্থ বলে দাবি তুলেছে বিরোধীরা। মোদী সরকারের ৩ বছর পূর্তি অনুষ্ঠানে কর্মসংস্থান প্রসঙ্গে সরকারকে একহাত নেয় বিরোধীদলগুলি। এমনকী, টাইমস অফ ইন্ডিয়া, নবভারত টাইম এবং এই সময়-এর সমীক্ষায় সরকারের ব্যর্থতার প্রসঙ্গে সবচেয়ে বেশি ভোট পায় কর্মসংস্থান।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল