অ্যাপশহর

AIIMS -এ শিক্ষক নিয়োগ, বাড়ল আবেদনের সময়সীমা

নিয়োগ চলছে তেলেঙ্গানার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা AIIMS-এ। ফ্যাকাল্টি পোস্টের জন্য শিক্ষক নিয়োগ চলছে। অনলাইনে এবং অফলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমাও। কী ভাবে আবেদন করবেন? কী কী যোগ্যতা লাগবে? জেনে নিন বিস্তারিত।

Produced byDebnil Saha | Lipi 19 Aug 2022, 12:26 am
তেলেঙ্গানার বিবিনগরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স গ্রুপ এ ফ্যাকাল্টি পোস্টের জন্য অনলাইনে এবং অফলাইনে আবেদনপত্র আহ্বান করছে। এই মর্মে আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। প্রার্থীরা অনলাইনে 24 অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারেন। অফলাইনে আবেদনের সময়সীমা বেড়ে হয়েছে 31 অগাস্ট।
EiSamay.Com Telangana AIIMS Banner


এইমস বিবিনগরে শূন্যপদের বিবরণ – এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে 29টি অধ্যাপকের পদ রয়েছে। এছাড়াও 11 জন অতিরিক্ত অধ্যাপক, 18 জন সহযোগী অধ্যাপক এবং 36টি সহকারী অধ্যাপকের পদেও নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন-
প্রার্থীরা অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট aiimsbibinagar.edu.in-এ গিয়ে আবেদন করতে পারেন। অফলাইনে আবেদনপত্র পাঠাতে হবে নিচের ঠিকানায়-
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, বিবিনগর, হায়দ্রাবাদ মেট্রোপলিটান রিজিয়ন, তেলেঙ্গানা-508126, ফোন নম্বর - 08685 – 279306

আরও পড়ুন: স্টাফ নার্স, পিআরও সহ বিভিন্ন পদে নিয়োগ করছে BECIL

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় 2003 সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা করা হয়। এর উদ্দেশ্য সবার জন্য কম খরচে উচ্চমানের চিকিৎসা পরিষেবা দেওয়া। এর জন্য ভারত সরকার আলাদা করে এইমস আইনও তৈরি করে, যাতে সঠিকভাবে এধরণের প্রতিষ্ঠান গড়ে তোলার ভাবনাকে বাস্তবায়িত করা যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অধীনে স্বশাসিত সংস্থা হিসেবেই কাজ করে এই এইমসগুলি। এর মধ্যে এইমস বিবিনগরকে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার ষষ্ঠ পর্যায় হিসেবে ধরা হয়। 2019 সালে এই সংস্থার পথ চলা শুরু হয়েছিল।
লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল