অ্যাপশহর

TET-এর দিন ঘোষণা প্রাথমিক শিক্ষা সংসদের, জারি বিজ্ঞপ্তি

WB TET: আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হবে আবেদন গ্রহণের প্রক্রিয়া। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জমা করতে পারবেন প্রার্থীরা। পরিক্ষার দিনক্ষণ ও আবেদন সংক্রান্ত তথ্যের জন্য অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Produced byAvijit Das | EiSamay.Com 29 Sep 2022, 8:33 pm
Teacher Eligibility Test: পুজোর মধ্যেই চাকরি প্রার্থীদের জন্য সুখবর। 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী 11 ডিসেম্বর 2022, রবিবার, সারা রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে Teacher Eligibility Test বা TET। চতুর্থীতেই এই বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। এই প্রক্রিয়ার মাধ্যমে সারা রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হবে।
EiSamay.Com Primary TET
প্রতীকী ছবি


যে সকল প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের নির্দিষ্ট কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক। আগামী 14 অক্টোবর থেকে শুরু হবে আবেদন গ্রহণের প্রক্রিয়া। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই করা যাবে আবেদন। তবে, কোন অয়েবসাইটে গিয়ে কীভাবে এই পরিক্ষার জন্য আবেদন করতে হবে, সে বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি প্রাথমিক শিক্ষা সংসদের তরফে।

যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের সরকারি, সরকারি সাহায্য প্রাপ্ত বা জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে সহকারি শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষক হিসেবেই নিয়োগ করা হবে এই পরিক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের।

শিক্ষাগত যোগ্যতা
TET পরীক্ষায় বসার জন্য সিনিয়র সেকেন্ডারি বা তার সমকক্ষ কোনও পরীক্ষায় ন্যূনতম 50 শতাংশ নম্বর পেয়ে পাস করতে হবে প্রার্থীদের। এছাড়াও প্রাথমিক শিক্ষায় ২ বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকা আবশ্যক প্রার্থীদের।

অথবা

সিনিয়র সেকেন্ডারি বা তার সমকক্ষ কোনও পরীক্ষায় ন্যূনতম 50 শতাংশ নম্বর ও প্রাথমিক শিক্ষায় 4 বছরের স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।

অথবা

সিনিয়র সেকেন্ডারি বা তার সমকক্ষ কোনও পরীক্ষায় ন্যূনতম 50 শতাংশ নম্বর সহ Rehabilitation Council of India-র স্বীকৃত স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা থাকা আবশ্যক প্রার্থীদের।

Utshashree Scheme: অনির্দিষ্টকালের জন্য বন্ধ উৎসশ্রী প্রকল্প, বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের
অথবা
50 শতাংশ নম্বর নিয়ে স্নাতক স্তরের পরীক্ষায় পাস ও ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed) ডিগ্রি থাকা আবশ্যক।

তবে, সংরক্ষণের আওতায় থাকা প্রার্থীদের পরিক্ষার নম্বরের ক্ষেত্রে 5 শতাংশ ছাড় প্রদান করা হবে।

উচ্চমাধ্যমিকে সাফল্যের পর একইসঙ্গে কলকাতার কলেজে মা-মেয়ে
আবেদনের ফি জেনারেল ক্যাটগরির প্রার্থীদের 150 টাকা, OBC-A ও OBC-B প্রার্থীদের 100 টাকা ও SC, ST ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের 50 টাকা আবেদনের ফি হিসেবে জমা করতে হবে।
লেখকের সম্পর্কে জানুন
Avijit Das

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল