অ্যাপশহর

South Eastern Railway: গুরুত্বপূর্ণ পদে শুরু হচ্ছে নিয়োগ, জানুন এক ক্লিকে

বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেলের দক্ষিণপূর্ব শাখা। মোট ১৭৮৫টি শূন্য পদে করা হবে নিয়োগ। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণের প্রক্রিয়া।

EiSamay.Com 13 Nov 2021, 6:16 pm
South Eastern Railway Recruitment: আপনি কি সরকারি চাকরি প্রার্থী? ভারতীয় রেলে চাকরি করে নিজের কেরিয়ার তৈরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেলের দক্ষিণপূর্ব শাখা। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা দক্ষিণপূর্ব রেলের রিক্রুটমেন্ট সেলের সরকারি ওয়েবসাইট rrcser.co.in-এ গিয়ে আবেদন জমা করতে পারবেন। মোট ১৭৮৫টি শূন্য পদে করা হবে নিয়োগ। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদনপত্র জমা করতে পারবেন। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণের প্রক্রিয়া। আবেদন জমা করার শেষ তারিখ ১৪ ডিসেম্বর ২০২১। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন সহ বিভিন্ন ওয়ার্কশপে এই কর্মীদের নিয়োগ করা হবে।
EiSamay.Com Railways
প্রতীকী ছবি


আসুন এবার দেখে নেওয়া যাক, এই পদে নিয়োগের জন্য একজন প্রার্থীর কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা আবশ্যক।

শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়াও, ITI-এর পাশ সার্টিফিকেট থাকা দরকার প্রার্থীর।

বয়সের ঊর্ধ্বসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষণের আওতায় পড়া প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় প্রদান করা হবে।

কী ভাবে করবেন আবেদন?
আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমেই দক্ষিণ পূর্ব রেলের রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইট rrcser.co.in-এ গিয়ে তাঁদের আবেদন জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট বার করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে প্রার্থীদের।

Oil India Limited: চলছে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ, জানুন সব তথ্য
আবেদনের ফি
যে সকল প্রার্থীরা আবেদনপত্র জমা করবেন, তাঁদের ১০০ টাকা আবেদনের ফি হিসেবে প্রদান করতে হবে।

পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল, জানুন আবেদনের সব তথ্য
মনে রাখবেন, আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ পর্ব। চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল