অ্যাপশহর

SBI Junior Associate: ঘোষিত হল মেইন্স পরীক্ষার ফলাফল, বিশদে জানুন

যে সকল পরীক্ষার্থীরা এই পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা ভারতীয় স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে তাঁদের এই ফলাফলটি দেখতে পারবেন। গত অক্টোবর মাসে আয়োজিত হয় এই পরীক্ষা।

EiSamay.Com 18 Nov 2021, 6:46 pm
SBI Clerk Junior Associate Recruitment: আপনি কি সরকারি ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক? সম্প্রতি, ভারতীয় স্টেট ব্যাঙ্কের ক্লার্ক নিয়োগের পরীক্ষার মেইন্স পর্যায়ে অংশগ্রহণ করেছিলেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি, জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের মেইন্স পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। যে সকল পরীক্ষার্থীরা এই পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাঁরা ভারতীয় স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে তাঁদের এই ফলাফলটি দেখতে পারবেন। যে সকল পরীক্ষার্থীরা প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাঁদের মেইন্স পরীক্ষায় বসার অনুমতি প্রদান করা হয়। গত অক্টোবর মাসে আয়োজিত হয় ক্লার্ক পদের মেইন্স পরীক্ষা।
EiSamay.Com SBI
প্রতীকী ছবি


যে সকল পরীক্ষার্থীরা মেইন্স পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের এবার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫০০০ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।

[আরও পড়ুন: প্রকাশিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী পরীক্ষার ফলাফল]

কী ভাবে দেখবেন এই পরীক্ষার ফলাফল?
এই পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রথমেই ভারতীয় স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ যেতে হবে প্রার্থীদের।
এরপর হোমপেজে উপড়ে ডান দিকে থাকা কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
এরপর রেজাল্টের লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীদের।
ফলাফলটি pdf আকারে আপনার সামনে খুলে যাবে।
এই pdfটিতে সফল প্রার্থীদের রোল নম্বর প্রদান করা হয়েছে। Pdf ফাইলটির মধ্যে আপনার রোল নম্বরটি রয়েছে কিনা তা খতিয়ে দেখুন।

IBPS PO: কী ভাবে নেবেন ইংরেজি ও রিজনিং-এর প্রস্তুতি? জানুন
যে সকল পরীক্ষার্থীদের বাছাই পর্বের চূড়ান্ত পর্যায়ে নির্বাচন করা হবে। তাঁদের ১৭,৯০০ টাকা থেকে ৪৭,৯২০ টাকা বেতন প্রদান করা হবে। সুড়ুতেই ১৯,৯০০ টাকা বেসিক পে প্রদান করা হবে প্রার্থীদের। ক্লার্ক পদে যোগদানকারি প্রার্থীদের মোট মাইনে দাঁড়াবে ২৯,৯০০ টাকা।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল