অ্যাপশহর

BEL-এ চলছে ইঞ্জিনিয়ার নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ও ট্রেনি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন জমার শেষ তারিখ 8 সেপ্টেম্বর।

EiSamay.Com 27 Aug 2021, 11:29 am
এই সময় ডিজিটাল ডেস্ক: আপনি কি সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন? একটা ভাল মনের মতো চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড। যে সকল প্রার্থীরা B.E., B.Tech পাশ করেছেন তাঁরা এই পদের জন্য তাঁদের আবেদন করতে পারেন।যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এই চাকরির বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে সঠিক ভাবে আগামী 8 সেপ্টেম্বর 2021-এর মধ্যে তাঁদের আবেদনপত্র জমা করবেন। মোট ১৪টি প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ও ট্রেনি ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ করা হবে। 24 অগাস্ট 2021 থেকে এই পদের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী 8 সেপ্টেম্বর পর্যন্ত।
EiSamay.Com BEL.
প্রতীকী ছবি


আসুন এবার দেখে নেওয়া যাক কোন কোন বিভাগে কটি করে শূন্যপদ রয়েছে।

  • ট্রেনি ইঞ্জিনিয়ার- I- এই পদে মোট 10 জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার- এই পদে মোট 4 জনকে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা


  • ট্রেনি ইঞ্জিনিয়ার- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর ইলেক্ট্রনিক্স/ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এ BE/B.Tech ডিগ্রি থাকা আবশ্যক। এছাড়াও এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার- এই পদে আবেদনকারী প্রার্থীর ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রিক্যাল & ইলেক্ট্রনিক্স-এ B.E./B.Tech ডিগ্রি থাকা আবশ্যক। সঙ্গে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক প্রার্থীদের।


বয়সের ঊর্ধ্বসীমা

  • ট্রেনি ইঞ্জিনিয়ার- এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স 25 বছরের মধ্যে হওয়া আবশ্যক।
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার- এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স 28 বছরের মধ্যে থাকা আবশ্যক।


বেতন

  • ট্রেনি ইঞ্জিনিয়ার- প্রথম বছর সব মিলিয়ে প্রতি মাসে 25,000/- টাকা। দ্বিতীয় বছর প্রতি মাসে 28,000/- টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে 31,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-প্রথম বছর সব মিলিয়ে প্রতি মাসে 35,000/- টাকা। দ্বিতীয় বছর প্রতি মাসে 40,000/- টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে 50,000/- টাকা করে বেতন দেওয়া হবে।


কী ভাবে করবেন আবেদন?

  • আবেদন জমা করার জন্য প্রার্থীদের প্রথমেই ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডের সরকারি ওয়েবসাইট bel-india.in-এ যেতে হবে
  • সেখানে “Recruitment/ Career/ Advertisement menu” নামক লিঙ্কটিতে ক্লিক করতে হবে
  • প্রোজেক্ট ইঞ্জিনিয়ার, ট্রেনি ইঞ্জিনিয়ার-এর নিয়োগের বিজ্ঞপ্তিটি খুঁজে সেখানে ক্লিক করুন।
  • বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে Official Online Apply/ Registration লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার সব তথ্য দিয়ে আবেদনপত্রটি ভরুন।
  • এরপর পরীক্ষার ফি জমা করুন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল