অ্যাপশহর

Indian Military College ও School-এ এবার মহিলাদের ভর্তির অনুমতি

রাষ্ট্রীয় Indian Military College ও রাষ্ট্রীয় Military School-এ মেয়েদের ভর্তির অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। বছরে দু'বার এই প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করা হয়।

EiSamay.Com 11 Oct 2021, 5:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের শীর্ষ আদালতের নির্দেশের পর মহিলাদের এই বছর থেকেই National Defence Academy-র প্রবেশিকা পরীক্ষায় বসতে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার, সেনাবাহিনীতে মহিলাদের ভর্তি নিয়ে এবার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো কেন্দ্রীয় সরকার। এবার থেকে প্রতিরক্ষা মন্ত্রকের অধীন রাষ্ট্রীয় Indian Military College ও রাষ্ট্রীয় Military School-এ মেয়েদের ভর্তির অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত এই সকল সেনা প্রতিষ্ঠানগুলিতে শুধুমাত্র ছেলেদেরই ভর্তি নেওয়া হত।
EiSamay.Com Indian Army women
প্রতীকী ছবি


একটি হলফনামায় কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে মহিলাদের এই সকল প্রতিষ্ঠানগুলিতে ভর্তি করতে গেলে আরও অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হবে সরকারকে। এছাড়াও, এই স্কুলগুলির পরিকাঠামো ও পরিচালনায় বেশ কিছু পরিবর্তনও আনতে হবে এর জন্য। এই সকল পরিকাঠামো ধিরে ধিরে গড়ে তোলা হবে বলে জানিয়েছে সরকার।

আগামী বছর RIMC-র প্রবেশিকা পরীক্ষায় বসার অনুমতি প্রদান করা হয়েছে মহিলা প্রার্থীদের। সারা দেশে এই প্রবেশিকা পরীক্ষার গ্রহণ করা হয়। বছরে দুইবার এই পরীক্ষা গ্রহণ করা হয়।

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে ভারতীয় রেল, এখনই করুন আবেদন
প্রথম পর্যায়ে এই প্রতিষ্ঠানে ভর্তির সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৩০০ করা হচ্ছে। প্রতি ছয় মাস অন্তর পাঁচজন করে মহিলাকে এখানে ভর্তি করা হবে। ২০২২ সালের জুন মাসের RIMC-র প্রবেশিকা পরীক্ষায় মহিলাদের বসার অনুমতি প্রদান করা হয়েছে বলে হলফনামায় জানিয়েছে সরকার।

দ্বিতীয় পর্যায়ে ৩০০ থেকে বাড়িয়ে ৩৫০ করা হবে শূন্যপদের সংখ্যা। এই পর্যায়ে প্রতি ছয় মাস অন্তর ১০ জন মহিলাকে ভর্তি নেওয়া হবে। এই প্রক্রিয়াটির শেষে RIMC-তে মোট ২৫০ জন পুরুষ ও ১০০ জন মহিলা ভর্তি হতে পারবেন। আগামী ২০২৭ সালের মধ্যে এই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সরকার।

আঞ্চলিক ভাষায় ব্যাঙ্কের পরীক্ষা, আজ থেকেই করুন আবেদন
উল্লেখ্য, এতদিন পর্যন্ত মহিলাদের NDA পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য আদালতের তিব্র ভৎসনার মুখে পড়ে সরকার। এই ভেদাভেদকে 'লিঙ্গ বৈষম্য' আখ্যা দেয় আদালত। এর ফলে সংবিধানের ১৪, ১৫,১৬ এবং ১৯ নম্বর ধারা উলংঘন করা হয়ছে বলে জানায় আদালত। গত ১৮ অগাস্ট, মহিলাদেরও এই পরীক্ষায় বসার অনুমতি প্রদান করে এই অন্তর্বর্তী নির্দেশ জারি করে দেশের শীর্ষ আদালত। গত ২২ সেপ্টেম্বর, কেন্দ্রীয় সরকার, দেশের শীর্ষ আদালতকে জানায় যে National Defence Academy-র মাধ্যমে মহিলাদের সেনাবাহিনীতে যোগদান করার অনুমতি প্রদান করা হয়েছে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল