অ্যাপশহর

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে ভারতীয় রেল, দশম পাশ প্রার্থীরাও করতে পারবেন আবেদন

উত্তর পূর্ব রেলের সরকারি ওয়েবসাইট ner.indianrailways.gov.in-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবেন প্রার্থীরা। আবেদন জমা করার শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২২।

EiSamay.Com 15 Jan 2022, 2:53 pm
North East Railway Recruitment: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। জানতে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। সম্প্রতি, বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেলের উত্তর পূর্ব শাখা। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদন জমা করতে পারবেন। দশম শ্রেণির পরীক্ষার পাশ করেছেন এমন প্রার্থীরাও নিজেদের আবেদন জমা করতে পারবেন। উত্তর পূর্ব রেলের সরকারি ওয়েবসাইট ner.indianrailways.gov.in-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবেন প্রার্থীরা। আবেদন জমা করার শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২২।
EiSamay.Com Indian Railways


আসুন, এবার দেখে নেওয়া যাক, কোন কোন পদের জন্য কর্মী নিয়োগ করতে চলেছে উত্তর পূর্ব রেল।

পদের নাম- গেটম্যান
শূন্য পদের সংখ্যা- মোট ৩২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক।

বয়সের ঊর্ধ্বসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।

বাছাই পর্ব
প্রাক্তন সেনাকর্মীদের এই পদে নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে বলে জানানো হয়েছে উত্তর পূর্ব রেলের তরফে।

বেতন
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫,০০০ টাকা বেতন প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে ভারতীয় রেল, জানুন আবেদনের সব তথ্য
কীভাবে করবেন আবেদন?
আবেদন করার জন্য উত্তর-পূর্ব রেলের সরকারি ওয়েবসাইট ner.indianrailways.gov.in-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে হবে প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করছে Bharat Electronics Limited, জানুন আবেদনের সব তথ্য
মনে রাখবেন, আবেদন জমা করার শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২২।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল