অ্যাপশহর

কলকাতা পুলিশে সাব ইনস্পেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগ, জানুন

Kolkata Police Recruitment 2021 সম্পর্কে সব তথ্য জানুন এক ক্লিকেই।

Lipi 21 Jul 2021, 6:16 pm
Kolkata Police Recruitment 2021: সদ্য স্নাতকস্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন? পুলিশে চাকরির ইচ্ছে আছে? তাহলে আপনার জন্য রয়েছে সুযোগ। সম্প্রতি কলকাতা পুলিশে সাব ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করা হবে কলকাতা পুলিশের আনআর্মড বিভাগে। এছাড়াও কলকাতা পুলিশের সার্জেন্ট পদেও করা হবে নিয়োগ। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইন ও অফলাইন- এই দুই পদ্ধতি অবলম্বন করেই তাঁদের আবেদনপত্র জমা করতে পারেন। 19/07/2021 থেকে শুরু হয়েছে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া। চলবে আগামী 19/08/2021 পর্যন্ত।
EiSamay.Com Kolkata Police
প্রতীকী ছবি


শূন্য পদের নাম ও সংখ্যা
  • সাব ইনস্পেক্টর- মোট শূন্য পদের সংখ্যা 208। এর মধ্যে পুরুষদের জন্য 181টি শূন্য পদ ও মহিলাদের জন্য 27টি শূন্য পদ রয়েছে।
  • সার্জেন্ট- মোট শূন্য পদের সংখ্যা 122।

শিক্ষাগত যোগ্যতা
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীর যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকস্তরের ডিগ্রি থাকা আবশ্যক।

এছাড়াও প্রার্থীদের বাংলায় পড়তে, লিখতে ও কথা বলতে জানা আবশ্যক। যদিও দার্জিলিং ও কালিম্পং জেলার স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না।

বয়সের ঊর্ধ্বসীমা1/1/2021 তারিখে প্রার্থীর বয়স 20 বছরের বেশি ও 27 বছরের কম হওয়া আবশ্যক। পশ্চিমবঙ্গের SC/ST প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় প্রদান করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের OBC প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় দেওয়া হবে।

কী ভাবে করা হবে নিয়োগ?
  • পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আয়োজিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে প্রার্থীদের। এরপর ফাইনাল কম্পিটিটিভ পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের প্রার্থীদের বাছাই করা হবে।

  • প্রিলিমিনারি পরীক্ষায় মোট দুশো নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীদের। সময় থাকবে 90 মিনিট। প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর। মোট 100টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীদের। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পুরুষদের 3 মিনিটের মধ্যে 800 মিটার ও মহিলাদের ২মিনিটে 400 মিটার দৌড়োতে হবে।

  • ফাইনাল কমবাইন্ড কম্পিটিটিভ পরীক্ষায় মোট 200 নম্বর থাকবে। তার মধ্যে 100 নম্বর জেনারেল স্টাডিজ, অঙ্ক ও লজিকাল রিজনিং থেকে প্রশ্ন থাকবে। এছাড়া 50 নম্বরের ইংরেজি ও 50 নম্বর বাংলা/হিন্দি/ঊর্দু/নেপালির মধ্যে প্রার্থীর নির্বাচিত ভাষা থেকে প্রশ্ন করা হবে। এরপর পারসোনালিটি টেস্টে থাকবে 30 নম্বর।

বেতন
যে সকল প্রার্থীরা পরীক্ষার সফল হয়ে কলকাতা পুলিশে যোগদান করবেন, তাঁরা পে ম্যাট্রিক্স 10 অনুযায়ী 32,100-82,900 টাকা প্রতি মাসে বেতন হিসেবে পাবেন।

কী ভাবে করবেন আবেদন?
অনলাইন ও অফলাইন, দুই পদ্ধতিতেই আবেদনপত্র জমা করতে পারবেন প্রার্থীরা। বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইট wbpolice.gov.in–এ ভিজিট অবশ্যই করবেন।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল