অ্যাপশহর

ইন্ডিয়ান অয়েলের পশ্চিমাঞ্চল দফতরে চলেছে নিয়োগ, জানুন আবেদনের সব তথ্য

এই প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫৭০টি শূন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে। টেকনিক্যাল, নন-টেকনিক্যাল ও টেকনিশিয়ান অ্যাপরেন্টিস পদে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে।

EiSamay.Com 21 Jan 2022, 9:09 pm
IOCL Recruitment: আপনি কি সরকারি চাকরি প্রার্থী? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডিয়ান অয়েলের পশ্চিমাঞ্চলের শাখাগুলিতে করা হবে কর্মীনিয়োগ। টেকনিক্যাল, নন টেকনিক্যাল ও টেকনিশিয়ান অ্যাপরেন্টিস পদে কর্মীদের নিয়োগ করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫৭০টি শূন্যপদে কর্মীদের নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা ইন্ডিয়ান অয়েলের সরকারি ওয়েবসাইট iocl.com-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবেন।
EiSamay.Com Indian Oil
প্রতীকী ছবি


গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। পশ্চিমাঞ্চলের মধ্যে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রেদেশ, ছত্তিসগড়, গোয়া, দাদরা ও নগর হাভেলি।

আবেদন করা জন্য নিজেদের শিক্ষাগত যোগ্যতার সব নথি জমা করতে হবে প্রার্থীদের।

আসুন দেখে নেওয়া যাক অ্যাপরেন্টিস পদে আবেদনের জন্য কোন কোন নথি জমা করতে হবে প্রার্থীদের।
  • জন্মের প্রমাণপত্র- দশম শ্রেণির মার্কশিট যেখানে জন্মের তারিখ উল্লেখ করা রয়েছে।
  • স্নাতক/ডিপ্লোমা/ITI-এর সার্টিফিকেট
  • EWS/কাস্ট সার্টিফিকেট (যেখানে প্রয়োজন)
  • কালো কালিতে করা সই
  • সাম্প্রতিককালের পাসপোর্ট সাইজের ছবি

নথি যাচাইয়ের জন্য এই সব নথির অরিজিনাল কপি জমা করতে হবে প্রার্থীদের। এছাড়াও, প্রার্থীদের PAN কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও চেকবুক রাখতে হবে। মনে রাখবেন, আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন জমা করার সুযোগ পাবেন।
বয়সের ঊর্ধ্বসীমা
জেনারেল ও EWS প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষণের আওতায় পড়া প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় প্রদান করা হবে।
626টি শূন্যপদে নিয়োগ করছে Indian Oil, আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারিবাছাই পর্ব
রেজিস্ট্রেশনের পর, একটি অনলাইন পরীক্ষা বসতে হবে প্রার্থীদের। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন করা হবে পড়ুয়াদের। ইংরেজি ও হিন্দি, দুই ভাষাতেই করা হবে প্রশ্ন। এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।পরীক্ষার সময়সূচী ইমেল অথবা পোর্টালের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

2,422টি শূন্যপদে নিয়োগ করছে রেল, দশম উত্তীর্ণ প্রার্থীরাও করতে পারবেন আবেদন
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের নথি যাচাই পর্বের জন্য ডাকা হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সরকারি ওয়েবসাইটে গিয়ে এই সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করতে পারবে প্রার্থীরা। আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল