অ্যাপশহর

Indian Coast Guard: অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে করা হবে নিয়োগ, বিশদে জানুন

আবেদন জমা করার জন্য ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর সরকারি ওয়েবসাইট www.joinindiancoastguard.gov.in-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে হবে প্রার্থীদের। মোট ৫০ জন কর্মী নিয়োগ করা হবে।

EiSamay.Com 1 Dec 2021, 1:50 pm
Indian Coast Guard: আপনি কি দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করে দেশের সেবা করতে ইচ্ছুক? তাহলে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (গ্রুপ A গ্যাজেটেড অফিসার) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী বা ইন্ডিয়ান কোস্ট গার্ড। পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্য তাঁদের আবেদন জমা করতে পারেন। আবেদন জমা করার জন্য ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর সরকারি ওয়েবসাইট www.joinindiancoastguard.gov.in-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে হবে প্রার্থীদের। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণের পর্ব। চলবে আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫০ জন কর্মী নিয়োগ করা হবে।
EiSamay.Com Indian Coast Guard
প্রতীকী ছবি


এরপর আগামী ২৮ ডিসেম্বর এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। আগামী জানুয়ারি মাসে গ্রহণ করা হবে এই নিয়োগ পর্বের প্রিলিমিনারি পর্যায়ের পরীক্ষা।

আসুন, এবার দেখে নেওয়া যাক, কোন কোন বিভাগে কতজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ করা হবে।
জেনারেল ডিউটি- মোট ৩০ জন প্রার্থী নিয়োগ করা হবে
কমার্শিয়াল পাইলট- মোট ১০ জনকে নিয়োগ করা হবে।
টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং)- এই পদে মোট ৬ জনকে নিয়োগ করা হবে।
টেকনিক্যাল (ইলেক্ট্রিক্যাল)- মোট ৪ জন প্রার্থী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা
জেনারেল ডিউটি- আবেদনকারী প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে।
এছাড়াও, দ্বাদশ শ্রেণিতে অঙ্ক ও ভৌত বিজ্ঞানে ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

IAF AFCAT 2021: ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু রেজিস্ট্রেশন, জানুন সব তথ্য
কমার্শিয়াল পাইলট- আবেদনকারী প্রার্থীদের কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকা আবশ্যক। এছাড়াও, ভৌত বিজ্ঞান ও অঙ্ক নিয়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে থাকতে হবে প্রার্থীদের।

টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রিক্যাল)- ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

DRDO Recruitment: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করবে সংস্থা, জানুন সব তথ্য
বেতন
নির্বাচিত প্রার্থীদের পে লেভেল ১০ অনুযায়ী ৫৬,১০০ টাকা বেতন প্রদান করা হবে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল