অ্যাপশহর

ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে চলছে নিয়োগ, আজই আবেদন করুন

ভারতীয় সেনায় চাকরির সুযোগ। বিস্তারিত তথ্য জানুন এক ক্লিকেই।

Lipi 19 Apr 2021, 1:03 pm
Indian Army Recruitment: আপনি কি সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভিন্ন পদে করা হবে নিয়োগ। রিক্রুটমেন্ট র‍্যালির মাধ্যমে করা হবে এই নিয়োগ। অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থী যাঁরা সেনাবাহিনীতে যোগদান করতে ইচ্ছুক, এই রিক্রুটমেন্ট র‍্যালিতে অংশগ্রহণ করতে পারেন।
EiSamay.Com Indian Army
প্রতীকী ছবি। সৌজন্য: @adgpi


এই রিক্রুটমেন্ট র‍্যালির মাধ্যমে সেনাবাহিনীর বেশ কিছু বিভাগে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে। যার মধ্যে অন্যতম Soldier on Duty, Soldier Clerk, Soldier Nursing Assistant, Soldier Tradesman and Soldier Technical-এর মতো পদ।

কীভাবে করবেন আবেদন?
যে সমস্ত প্রার্থীরা এই শূন্য পদগুলোর জন্য আবেদন করতে চান, তাঁরা ভারতীয় সেনা বাহিনীর সকারি ওয়েবসাইট http://joinindianarmy.nic.in/Authentication.aspx. -এ গিয়ে আবেদন পত্র জমা দিতে পারেন। আগামী ২২ মে ২০২১ পর্যন্ত করা যাবে এই আবেদন।

ন্যূনতম যোগ্যতা
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা অবশ্যই প্রয়োজন। প্রার্থীদের অষ্টম, দশম অথবা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ অবশ্যই হতে হবে। তবেই তাঁরা এই রিক্রুটমেন্ট র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন।

পরীক্ষার তারিখ ও স্থান
আগামী ৭ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে এই রিক্রুটমেন্ট র‍্যালি। এই র‍্যালিটি উত্তরপ্রদেশের ফতেগড় অবস্থিত রাজপুত রেজিমেন্ট সেন্টারে আয়োজিত হবে।

বাছাই প্রক্রিয়া
যোগ্য প্রার্থীদের বাছাই করতে শারীরিক পরীক্ষা (Physical Efficiency Test) ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর দেওয়ার জন্য থাকবে নেগেটিভ নম্বর। তাই পরীক্ষায় উত্তর দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রার্থীদের।

গুরুত্বপূর্ণ নথি
পরীক্ষার সময় সকল প্রার্থীদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আনার নির্দেশ দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে। যার মধ্যে রয়েছে ২০ কপি ছবি, জাতির আসল প্রমাণপত্র ও শিক্ষাগত যোগ্যতার আসল প্রমাণপত্র। এছাড়াও এই পরীক্ষায় অংশগ্রহণকারি সমস্ত প্রার্থীদের নেগেটিভ Covid-19 রিপোর্ট আনা আবশ্যিক। আর সেই রিপোর্ট অবশ্যই পরীক্ষার ৪৮ ঘণ্টার আগে পর্যন্ত গ্রহণযোগ্য হবে।

অ্যাডমিট কার্ড
২২ মে আবেদন জমা করার শেষ তারিখ। এরপর ২৩ মে প্রার্থীদের ই-মেল আইডিতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে।

কারা আবেদন করতে পারবেন?
এই রিক্রুটমেন্ট র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই উত্তরপ্রদেশের এই ১২টি জেলার মধ্যে কোন একটির বাসিন্দা হতে হবে। জেলাগুলি হল বাদাউন, লখিমপুর, পিলিভিট, ফারুখাবাদ, বাহরাইচ, বলরামপুর, বারেলি, হরদই, সমভাল, শাহজাহানপুর, শ্রবস্তী ও সীতাপুর।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

পরের খবর