অ্যাপশহর

Indian Army: চিনের মান্দারিন ভাষায় দোভাষী নিয়োগ করছে ভারতীয় সেনা

বিশেষ বিভাগে প্রার্থী নিয়োগ করছে ভারতীয় সেনাবাহিনী। চিনের মান্দারিন ভাষা জানা আছে এমন লোককে খুঁজছে সেনা। মান্দারিন ভাষায় দোভাষী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের স্থলবাহিনী এধরণের নিয়োগ এই প্রথম। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। কীভাবে আবেদন করবেন? কী কী যোগ্যতা প্রয়োজন? কত শূন্য পদে হবে নিয়োগ? জেনে নিন বিশদে।

Produced byDebnil Saha | Lipi 15 Jul 2022, 12:08 pm
চিনা ভাষা মান্দারিনের দোভাষী নিয়োগ করছে ভারতীয় সেনাবাহিনী। মোট ছয়টি শূন্যপদের জন্য নিয়োগ হবে। এরমধ্যে পাঁচজন সিভিলিয়ান এবং একজন প্রাক্তন সেনাকর্মীকে নিয়োগ করা হবে। স্থলবাহিনীতে এধরণের নিয়োগপর্ব এই প্রথম। সম্প্রতি হিন্দির দোভাষী নিয়োগের উদ্যোগ নিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তাদের উদ্দেশ্য গোয়েন্দা-তথ্য জোগাড় করা বলেই মনে করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে এবার মান্দারিনের দোভাষী নিয়োগের উদ্যোগ নিল ভারতীয় সেনাবাহিনী।
EiSamay.Com Indian Army Recruitment Banner


ইচ্ছুক প্রার্থীরা jointerritorialarmy.gov.in-এ গিয়ে ফর্ম পূরণ করতে পারেন। সঙ্গে প্রয়োজনীয় তথ্য এবং নথির ফোটোকপি দিতে হবে। 10 অগাস্ট এই আবেদনপ্রক্রিয়া শেষ হচ্ছে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই ইন্টারভিউ অগাস্ট বা সেপ্টেম্বরে নেওয়া হবে। চূড়ান্ত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।

Read More: SI ও হেড কনস্টেবল পদে নিয়োগ করছে BSF, জেনে নিন আবেদনের প্রক্রিয়া

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে মান্দারিন ভাষায় অন্তত 55 শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। অন্য বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি, কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসকে-ফোর ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারেন। মান্দারিন ভাষার দোভাষী, অনুবাদক অথবা শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রাক্তন সেনাকর্মী, যাঁদের স্নাতক ডিগ্রি এবং মান্দারিন ভাষায় দুবছরের ইন্টার্নশিপ ডিপ্লোমা আছে, তাঁরাও আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে ‘বিএক্স’ গ্রেডিং থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে শারীরিকভাবে ফিট হতে হবে। সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য পুলিশ ও আধাসামরিক বাহিনীতে যাঁরা কাজ করছেন, তাঁদের আবেদন গণ্য হবে না।

Read More: সেনায় চাকরির সাতসতেরো, জানুন আজই

বয়ঃসীমা
আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
পোস্ট মারফত আবেদনপত্র পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায়-
ডিরেক্টর-জেনারেল টেরিটোরিয়াল আর্মি, সংযুক্ত হেডকোয়ার্টার, প্রতিরক্ষা মন্ত্রক, এ ব্লক, চতুর্থ তল, ডিফেন্স অফিস কমপ্লেক্স, কেজি মার্গ, নয়াদিল্লি - 110001

এই নিয়োগপর্বের পাশাপাশি রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়. গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং শিব নাদার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করেছে ভারতীয় সেনা। এর উদ্দেশ্যে সেনাকর্মীদের চিনা ভাষায় দক্ষ করে তোলা। নর্দার্ন, ইস্টার্ন ও সেন্ট্রাল কমান্ডে পড়ানো হচ্ছে মান্দারিনের কোর্স।
লেখকের সম্পর্কে জানুন
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... আরও পড়ুন

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল