অ্যাপশহর

আয়কর বিভাগে চলছে নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে চলেছে আয়কর বিভাগ। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী 15 নভেম্বর 2021-এর মধ্যে আবেদন করতে পারেন। আবেদনকারী প্রার্থীদের প্রতিভাবান খেলোয়াড় হওয়া আবশ্যক।

EiSamay.Com 22 Oct 2021, 9:57 am
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে আয়কর দপ্তর। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী 15 নভেম্বর 2021-এর মধ্যে তাঁদের আবেদন করতে পারেন। আবেদনকারী প্রার্থীদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার গ্রেড 2 ও মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। দিল্লি অঞ্চলে নিয়োগ করা হবে প্রার্থীদের। আবেদনকারী প্রার্থীদের প্রতিভাবান খেলোয়াড় হওয়া আবশ্যক।
EiSamay.Com Income Tax job
প্রতীকী ছবি


যে সকল প্রার্থীরা উত্তর পূর্ব ভারত, আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ, জম্মু-কাশ্মীর ও কেরলার অধিবাসী, তাঁদের আবেদনপত্র জমা করার জন্য বাড়তি সময় প্রদান করা হবে। আগামী 30 নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন তাঁরা।

মোট 21টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে দিল্লির আয়কর বিভাগ। এর মধ্যে
  • ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট- মোট শূন্য পদের সংখ্যা 11
  • স্টেনোগ্রাফার- মোট শূন্য পদের সংখ্যা 5
  • মাল্টি টাস্কিং স্টাফ- মোট শূন্য পদের সংখ্যা 5

শিক্ষাগত যোগ্যতা
  • ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট- এই পদে আবেদনকারী প্রার্থীদের কোনও একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক।
  • স্টেনোগ্রাফার- যোগ্য প্রার্থীদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
  • মাল্টি টাস্কিং স্টাফ- প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

কী ভাবে করবেন আবেদন?
যোগ্য প্রার্থীরা তাঁদের আবেদনপত্র এই ঠিকানায় পাঠাতে পারেন। Deputy Commissioner, Income Tax Department, 3rd Floor, Room No. 378A, Central Revenue Building, I.P. Estate, New Delhi – 110002.

IBPS PO পদে শুরু নিয়োগ, জেনে নিন আবেদনের সব তথ্য
আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় নথি পাঠাতে হবে প্রার্থীদের। যে সকল নথি পাঠাতে হবে, তার মধ্যে রয়েছে
  • মাধ্যমিকের সার্টিফিকেট/বয়সের প্রমাণপত্র পাঠাতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • খেলার শংসাপত্র।
  • SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট
  • আধার কার্ডের কপি
  • কোনও গ্যাজেটেড অফিসার দ্বারা অ্যাটেস্ট করা সাম্প্রতিক রঙ্গিন ছবি।
NFL Recruitment: শুরু নন-এক্সিকিউটিভ পদে নিয়োগ, জানুন সব তথ্য
বয়সের ঊর্ধ্বসীমা

এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হওয়া আবশ্যক। OBC প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় প্রদান করা হবে। অন্যদিকে SC/ST প্রার্থীদের 10 বছরের ছাড় প্রদান করা হবে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল