অ্যাপশহর

উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এখনই এই সরকারি চাকরির জন্য নিজের আবেদন জমা করুন

যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে তাঁদের আবেদন জমা করতে হবে। এগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি, ট্রেনি লিগ্যাল ও ট্রেনি অ্যাকাউন্টস পদে প্রার্থীদের নিয়োগ করা হবে। কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

EiSamay.Com 28 Mar 2022, 11:06 pm
আপনি কি সদ্য স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করেছেন? খুঁজছেন একটা ভালো চাকরি? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। জানতে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন । সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে এগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি, ট্রেনি লিগ্যাল ও ট্রেনি অ্যাকাউন্টস নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা এই পদের জন্য তাঁদের আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁরা IFFCO-র সরকারি ওয়েবসাইটে গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবেন। AGT ও ট্রেনি অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আবেদন জমা করার শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল। অন্যদিকে, ট্রেনি লিগ্যাল পদে আবেদনের শেষ তারিখ ৩ এপ্রিল।
EiSamay.Com IIFCO Recruitment
প্রতীকী ছবি


আসুন দেখে নেওয়া যাক এই পদে আবেদন জমা করার জন্য একজন প্রার্থীর কোন কোন যোগ্যতা থাকা আবশ্যক।

শিক্ষাগত যোগ্যতা
এগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি- যে সকল প্রার্থীরা চার বছরের B.Sc (Agriculture) কোর্স করেছেন তাঁরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। যে সকল প্রার্থীদের অন্তিম বর্ষের ফলাফল মে ২০২২-এ বেরোবে, তাঁরাও নিজেদের আবেদন জমা করতে পারবেন।
২০১৯ বা তার পদের B.Sc (Agriculture) পাশ করেছেন, তাঁরা নিজেদের আবেদন জমা করতে পারবেন।
UGC অনুমোদিত কোনও বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রি অর্জন করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সের ঊর্ধ্বসীমা
ফেব্রুয়ারি ২০২২-এ আবেদনকারী প্রার্থীদের বয়স ৩০ বছরের কম হওয়া আবশ্যক।
SC/ST ক্যাটগরির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় প্রদান করা হবে।

অধ্যাপক নিয়োগ করছে AIIMS গোরখপুর, যোগ্য প্রার্থীরা এখনই করুন আবেদন
বাছাই পর্ব
মোট তিনটি পর্যায়ে হবে এই বাছাই পর্ব। প্রথমে হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের চূড়ান্ত পর্যায়ের অনলাইন পরীক্ষার জন্য ডাকা হবে।
যে সকল পরীক্ষার্থীরা চূড়ান্ত পর্যায়ের অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের ব্যক্তিগত ইন্টারভিউর জন্য ডাকা হবে।
ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের ডাক্তারি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

প্রকাশিত UPSC ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার ফলাফল, জানুন দেখার পদ্ধতি
কীভাবে করবেন আবেদন?
  • আবেদন জমা করার জন্য প্রথমেই IFFCO-র সরকারি ওয়েবসাইট www.iffco.in-এ যেতে হবে প্রার্থীদের।
  • হোমপেজে 'Recruitment Notice'-এ ক্লিক করতে হবে প্রার্থীদের।
  • এবার AGT Recruitment নামক লিঙ্কে ক্লিক করতে হবে।
  • 'Click Here to Apply' নামক লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীদের।
  • এবার নিজের নাম রেজিস্টার করুন।
  • নিজের সব প্রয়োজনীয় তথ্য জমা করুন ও সাবমিট করুন।

পরের খবর