অ্যাপশহর

সুশান্ত সিং রাজপুত নিয়ে ইনপুট যদি লাগে

\Bজয় সাহা\B২০১২। তখনও এতটা বদলে যায়নি প্রেসিডেন্সির ক্যাম্পাস। দেওয়ালের রং ফিকে। শতাব্দি প্রাচীন লোহার গেটটাও অবিকল ছিল। পুজোর পর এক সকালে ...

EiSamay.Com 15 Jun 2020, 9:00 am

\Bজয় সাহা\B

২০১২। তখনও এতটা বদলে যায়নি প্রেসিডেন্সির ক্যাম্পাস। দেওয়ালের রং ফিকে। শতাব্দি প্রাচীন লোহার গেটটাও অবিকল ছিল। পুজোর পর এক সকালে ক্যাম্পাসে নীল টিশার্ট, জিনস আর টুপি পরে হাজির এক যুবক। তখনও সুশান্ত এতটা জনপ্রিয় না হলেও কাই পো চে সিনেমা অনেকেরই দেখা। পড়ুয়াদের অনেকেই চিনতে পারেন সুশান্ত সিং রাজপুতকে। তাঁদের মধ্যে ছিলেন এখন রবীন্দ্র ভারতীর গবেষক অনিতেশ চক্রবর্তী। অনিতেশের কথায়, 'একজন গাইড ছিলেন সঙ্গে। সুশান্তকে দেখিয়ে বললেন, উনি একটু আপনাদের কলেজটা ঘুরে দেখবেন। হস্টেলটাও। তারপরে কফি হাউজ। এখানে খেলাধূলোর কোনও রুম আছে কি না আমাকে জিজ্ঞাসা করা হয়। আমি বলি হ্যাঁ আছে তো বয়েজ কমন রুম।' সুশান্ত বলেছিলেন, 'জলদি লে চলিয়ে।' তারপর প্রাচীন বয়েজ কমনরুমটা দেখে বলেছিলেন, 'এটা কি ৫০ বছরের পুরোনো হবে? একই রকম আছে এখনও?' অনিতেশের জবাব ছিল, জানা নেই। তবে মনে হয় না গত ৫০ বছরে খুব কিছু পরিবর্তন হয়েছে। প্রেসিডেন্সির আর এক প্রাক্তনী প্রান্তিক বসুর সঙ্গে সুশান্ত গিয়েছিলেন হিন্দু হস্টেলে। প্রান্তিক এখন সিনেমায় কার্যনির্বাহী প্রযোজকের কাজ করেন। তাঁর মনে পড়ে, 'হস্টেলের বিশাল মাঠ আর লম্বা বারান্দা দেখে খুব খুশি হয়েছিলেন সুশান্ত। প্রচুর ছবি তুলছিলেন। তারপর পাঁচ নম্বর ওয়ার্ডের ৬০ নম্বর ঘরে গিয়ে বসেন। সিগারেট ভাগ করে খান। ঘরগুলিতে বিশাল বিশাল জানলা দেখে খুব অবাক হয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন এত বড় জানলা কেন?'

এরপর অনিতেশের সঙ্গেই কফি হাউজ। সেখানে ব্ল্যাক কফিতে (ইনফিউশন) চুমুক। সুশান্ত ক্যাম্পাসে এসেছিলেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি ছবির শুটিংয়ে। শুটিংয়ে ফাঁকে বেশির ভাগ সময় কাটান হস্টেলের কাঠের রেলিংয়ের বারান্দায়। প্রমোদদার ক্যান্টিনের ইডলিও খান। একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যানালিস্ট প্রেসিডেন্সির প্রাক্তনী শুভব্রত গঙ্গোপাধ্যায় সে সময় ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সিতে অভিনয় করেছিলেন। সুশান্তর সঙ্গে সময় কাটানো কয়েকটি মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেছেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা। সবচেয়ে খারাপ লাগছে প্রান্তিকের। তাঁর কথায়, 'ওই ছবিটায় আমি কোঅর্ডিনেটরের কাজ করেছিলাম। সুশান্তই আমার নাম সুপারিশ করেছিলেন। সেই থেকে সিনেমার জগতের মানুষদের সঙ্গে আমার পরিচয়ের শুরু, কেরিয়ারেরও শুরু। খারাপ লাগাটা তাই আমার অনেকটাই।'

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল