অ্যাপশহর

দোলের আগেই সুখবর, কর্মচারীদের ৪% DA বৃদ্ধির ভাবনা সরকারের

সরকারি কর্মচারীদের প্রাপ্তিযোগের খবর। সব ঠিকঠাক থাকলে দোলের আগে বাড়তে পারে বেতন। কারণ ৪ শতাংশ বেতন বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এই সম্পর্কে সব তথ্য রইল এই প্রতিবেদনে। জানতে ক্লিক করুন।

EiSamay.Com 25 Feb 2021, 10:05 am
এই সময় ডিজিটাল ডেস্ক: নতুন বছরে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সব ঠিকঠাক থাকলে খুব শিগগির তাঁদের আর্থিক প্রাপ্তির সম্ভাবনা আছে। কারণ কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। এই পর্যায়ে কর্মচারীদের ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি নিয়ে চিন্তাভাবনা চলছে সরকারি স্তরে। সূত্র উদ্ধৃত করে বুধবার এমনই জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।
EiSamay.Com page
প্রতীকী ছবি


এছাড়া কর্মচারীদের যে এরিয়ারের টাকা বকেয়া আছে তাও মিটিয়ে দেওয়া হতে পারে। আগামী মার্চ মাসের শেষের দিকে দোল। তার আগেই নরেন্দ্র মোদী সরকার এই সমস্ত 'উপহার' ঘোষণা করতে পারে বলে খবরে প্রকাশ। এর ফলে প্রায় ৩৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন।

কয়েক হাজার কর্মসংস্থানের সুযোগ, বাংলায় ₹৩,৯০০ কোটি লগ্নি করবে হিরানন্দানি গোষ্ঠী
যদি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ৪ শতাংশ পর্যন্ত DA বৃদ্ধি করে এবং বকেয়া ৪ শতাংশ এরিয়ার মিটিয়ে দিলে ২০২১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৫ শতাংশ পর্যন্ত নতুন DA যুক্ত হতে পারে। এর সঙ্গেই ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ DA এখনও যুক্ত হয়নি। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে সরকারি কর্মচারীদের বেতন এক ধাক্কায় অনেকটা বৃদ্ধি পাবে।

সপ্তম পে কমিশনের বিধি অনুসারে, DA বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ট্রাভেল অ্যালাউন্স-ও (TA) বৃদ্ধি পাবে। ফলে একবার DA বৃদ্ধির কথা ঘোষণা করা হলে কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি নজরে আসবে।

শুধু সরকারি কর্মচারী নয়, DA বৃদ্ধির ঘোষণার অপেক্ষায় আছেন ৫৮ লক্ষ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী। কারণ এর সঙ্গে তাঁদের ডিয়ারনেস রিলিফের (DR) সরাসরি যোগাযোগ আছে। স্বাভাবিকভাবে DA বাড়লে DR-ও বাড়বে।

কোভিডের কারণে আয় কমে যাওয়ায় আর্থিক দিক থেকে সরকারের অবস্থা এই মুহূর্তে যথেষ্ট নড়বড়ে। কেন্দ্রের আর্থিক ঘাটতি ক্রমশ বাড়ছে। তার মধ্যে দাঁড়িয়ে কর্মচারীদের জন্য সরকার কবে এই সুখবর ঘোষণা করবে, সেটাই এখন দেখার।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর