অ্যাপশহর

DRDO Recruitment: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করবে সংস্থা, জানুন সব তথ্য

কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং মেকানিক্যাল বিষয়ে এই তিনটি ফেলোশিপ প্রদান করা হবে। আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে আবেদন জমা করতে হবে প্রার্থীদের।

EiSamay.Com 29 Nov 2021, 10:13 pm
DRDO Recruitment: আপনি কি Defence Research and Development Organisation বা DRDO-র হয়ে কাজ করতে ইচ্ছুক? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি তিনটি জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য যোগ্য প্রাথিদের আবেদন জানানোর আমন্ত্রণ জানিয়েছে এই সংস্থা। চণ্ডীগড়ে অবস্থিত টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবোরেটরিতে তিনজন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং মেকানিক্যাল বিষয়ে এই তিনটি ফেলোশিপ প্রদান করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের আবেদন জমা করার সুযোগ পাবেন।
EiSamay.Com Jobs
প্রতীকী ছবি


বাছাই পর্বের পর, যে সকল প্রার্থী উত্তীর্ণ হবেন, তাঁদের প্রতি মাসে ৩১,০০০ টাকা ও হাউজ রেন্ট অ্যালাওয়েন্স প্রদান করা হবে।

আসুন এবার দেখে নেওয়া যাক এই পদে আবেদন করার জন্য একজন প্রার্থীর কোন কোন যোগ্যতা থাকা আবশ্যক।

শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনকারী প্রার্থীকে প্রথম শ্রেণির B.E/B.Tech ডিগ্রি অর্জন করে থাকতে হবে। সঙ্গে NET/GATE অথবা M.E/M.Tech ডিগ্রি অর্জন করে থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর, এই দুই পর্যায়ের পরীক্ষাতেই প্রথম ডিভিশন অর্জন করে থাকতে হবে প্রার্থীদের।

বয়সের ঊর্ধ্বসীমা
আবেদন জমা করার শেষ তারিখ, আবেদনকারী প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া আবশ্যক। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ও OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছরের ছাড় প্রদান করা হবে।

বেতন
নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩১,০০০ টাকা ও HRA প্রদান করা হবে।

সময়সীমা
প্রাথমিকভাবে ২ বছরের জন্য জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তীকালে সেই সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।

IAF AFCAT 2021: ডিসেম্বরের ১ তারিখ থেকে শুরু রেজিস্ট্রেশন, জানুন সব তথ্য
কী ভাবে করবেন আবেদন?
আবেদন করার জন্য প্রার্থীদের, তাঁদের সব নথিপত্র সমেত admintbrl@tbrl.drdo.in-এ নিজেদের আবেদনপত্র ইমেল করতে হবে।

WB Police: প্রকাশিত SI পদে নিয়োগের অ্যাডমিট কার্ড, জানুন ডাউনলোড পদ্ধতি
বাছাই পর্ব আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ পর্বের জন্য ডাকা হবে। অনলাইনের মাধ্যমে এই ইন্টারভিউ নেওয়া হবে। ইমেল ও এসএমএসের মাধ্যমে ইন্টারভিউর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল