অ্যাপশহর

প্রকাশিত SBI Clerk Mains পরীক্ষার অ্যাডমিট কার্ড, জানুন সব তথ্য

আগামী ১ অক্টোবর ২০২১ থেকে শুরু হবে এই পরীক্ষা। চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে তা যত্ন করে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে প্রার্থীদের।

EiSamay.Com 22 Sep 2021, 2:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ক্লার্ক পদের পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। একই সঙ্গে Mains পর্বের পরীক্ষার অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। এই নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্বের লিখিত পরীক্ষা হচ্ছে এই Mains পরীক্ষা। আগামী অক্টোবর মাসের ১ তারিখ থেকে শুরু হচ্ছে এই Mains পরীক্ষা। যে সকল পরীক্ষার্থী এই পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের Mains পরীক্ষায় বসার অনুমতি প্রদান করা হবে।
EiSamay.Com SBI
প্রতীকী ছবি


পরীক্ষার্থীরা ভারতীয় স্টেট ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইট sbi.co.in থেকে তাঁদের পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যও এই ওয়েবসাইটেই পাবেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার দিন এই অ্যাডমিট কার্ডটি অবশ্যই সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে প্রার্থীকে। এই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি প্রদান করা হবে না। এছাড়াও, প্রার্থীদের নিজের একটি সচিত্র পরিচয়পত্রও নিয়ে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে।

হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা, এখনই করুন CAT পরীক্ষার আবেদন
কী ভাবে ডাউনলোড করবেন এই পরীক্ষার অ্যাডমিট কার্ড?
  • অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদের SBI-এর সরকারি ওয়েবসাইট sbi.co.in-এ যেতে হবে।
  • হোম পেজে 'Career' নামক বিভাগে ক্লিক করুন।
  • সেই পেজে 'Download Clerk Main Exam Call Letter 2021’ লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।
  • এবার নিজের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড বসিয়ে লগইন করুন।
  • দেখবেন, আপনার সামনে আপনার অ্যাডমিট কার্ডটি খুলে যাবে।
  • অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে একটি প্রিন্ট-আউট নিয়ে রাখুন।

অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার পর সেটিকে ভালো করে খতিয়ে দেখুন তাতে কোনও ভুল রয়েছে কিনা। যদি অ্যাডমিট কার্ডে কোনও ভুল থেকে থাকে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করুন। এই পরীক্ষার মাধ্যমে প্রায় ৫,০০০ শূন্য পদে কর্মী নিয়োগ করবে SBI। মোট ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে এই পরীক্ষা নেওয়া হবে। ১৯০টি মাল্টিপেল চয়েজ প্রশ্ন থাকবে এই পরীক্ষায়।
NIACL-এ অফিসার পদে চলছে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন
আগামী ১ থেকে ১৭ অক্টোবরের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য যেই দিনক্ষণ ধার্য করা হয়েছে পরীক্ষার্থীদের জন্য, সেটাই চূড়ান্ত। কোন ভাবেই তা বদল করা হবে না। শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়াতে পরীক্ষার্থীদের আগের থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে প্রার্থীদের।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল