অ্যাপশহর

ছয় মাসের ইন্টার্নশিপ অফার করছে ডিজিলকার, জানুন কীভাবে করবেন আবেদন

​​যে সকল প্রার্থীরা এই ইন্টার্নশিপের জন্য নিজেদের আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁরা digilocker.gov.in/internship-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবেন। পড়ুয়াদের বাড়িতে বসেই ইন্টার্নশিপের কাজ করতে হবে।

EiSamay.Com 21 Jan 2022, 5:13 pm
Digilocker Internship: আপনি কি কলেজ পড়ুয়া? কিংবা, সদ্য নিজের পড়াশোনা শেষ করেছেন? এবার নিশ্চয়ই একটা ভালো চাকরি বা ইন্টার্নশিপের খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। জানতে হলে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন। সম্প্রতি ছয় মাসের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে ভারত সরকারের তৈরি ডিজিলকার। যে সকল পড়ুয়াদের এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য বাছাই করা হবে, তাঁদের বাড়িতে বসেই ইন্টার্নশিপের কাজ করতে হবে।
EiSamay.Com Jobs 2
প্রতীকী ছবি


যে সকল প্রার্থীরা এই ইন্টার্নশিপের জন্য নিজেদের আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁরা digilocker.gov.in/internship-এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবে। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রার্থীদের ডিজিলকারের বিভিন্ন কাজ শিখতে ও এই কাজে নিজেদের অবদান রাখতে হবে। তবে, এই কাজের জন্য কোনও অফিসে আসার প্রয়োজন নেই প্রার্থীদের। তাঁরা নিজেদের বাড়িতে বসেই এই কাজ করতে পারবে।

আসুন দেখে নেওয়া যাক, কোন কোন বিষয়ে ইন্টার্নশিপ প্রদান করা হবে পড়ুয়াদের।
  • ফ্রন্ট এন্ড ডেভেলপার
  • ইউজার ইন্টারফেস(UI)/ইউজার এক্সপেরিয়েন্স
  • গ্রাফিক ডিজাইনার
  • প্রোডাক্ট ম্যানেজমেন্ট
  • ব্লকচেন
  • IoS ডেভেলপার
অধ্যাপক পদে নিয়োগ করছে দিল্লি বিশ্ববিদ্যালয়, জানুন কীভাবে করবেন আবেদন
প্রথমে ছয় মাসের জন্য পড়ুয়াদের ইন্টার্ন পদে নিয়োগ করা হবে। পরে, প্রোজেক্টের চাহিদা অনুযায়ী ইন্টার্নশিপের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও, পড়ুয়াদের নিজেদের ল্যাপটপ অথবা কম্পিউটার থাকা আবশ্যক। নিজেদের বাড়ি থেকেই কাজ করতে হবে পড়ুয়াদের। তাঁদের কোনও অফিস স্পেস প্রদান করা হবে না। অ্যাসাইনমেন্ট জমা করার জন্য openForge প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে পড়ুয়াদের।

কীভাবে করবেন আবেদন?
  • আবেদন করা জন্য প্রথমেই ডিজিলকারের সরকারি ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রার্থীদের।
  • হোমপেজে ইন্টার্নশিপ নামক লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর 'Apply Now' নামক লিঙ্কে ক্লিক করে নিজেদের পছন্দের বিষয়ে ইন্টার্নশিপের জন্য আবেদন করুন।
কেরিয়ার সাজাবেন কী ভাবে?
স্টাইপেন্ডএই কাজের জন্য পড়ুয়াদের কোনও স্টাইপেন্ড দেওয়া হবে না। তবে ইন্টার্নশিপের শেষে ইন্টার্নশিপের একটি সার্টিফিকেট প্রদান করা হবে পড়ুয়াদের।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল