অ্যাপশহর

CSIR-CECRI Recruitment: 12 পাশেও সরকারি চাকরির দারুণ সুযোগ, জানুন সব তথ্য

এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের আবেদন জমা করার সুযোগ পাবেন।

EiSamay.Com 17 Jan 2022, 4:44 pm
CSIR-CECRI Recruitment: আপনি কি সরকারি চাকরি প্রার্থী? সম্প্রতি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার এবং রিসেপশনিস্ট পদে নিয়োগের জন্য আবেদন জমা করার আমন্ত্রণ জানিয়েছে CSIR-সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট বা CSIR-CECRI। এই পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে। গত 14 জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের আবেদন জমা করার সুযোগ পাবেন। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে প্রার্থীদের।
EiSamay.Com jobs 3
প্রতীকী ছবি


অন্যদিকে, আবেদনের হার্ড কপি জমা করার শেষ তারিখ 25 ফেব্রুয়ারি 2022। সকল প্রার্থীরা আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট https://jsarecruit.cecri.res.in/ এ গিয়ে নিজেদের আবেদন জমা করতে পারবেন।

পদের নাম ও শূন্য পদের সংখ্যা
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট-মোট 9টি পদে করা হবে নিয়োগ।
জুনিয়র স্টেনোগ্রাফার - মোট 4টি পদে করা হবে নিয়োগ।
রিসেপশনিস্ট- মোট একটি পদে করা হবে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট - ন্যূনতম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক প্রার্থীদের। এছাড়াও, প্রতি মিনিটে ইংরেজিতে ন্যূনতম 35 শব্দ টাইপ করতে হবে প্রার্থীদের।

জুনিয়র স্টেনোগ্রাফার -ন্যূনতম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক প্রার্থীদের। এছাড়াও, প্রতি মিনিটে 80 শব্দ ইংরেজি শর্ট হ্যান্ড টাইপ করতে জানতে হবে প্রার্থীদের।

রিসেপশনিস্ট- আবেদনকারী প্রার্থীদের স্নাতক হওয়া আবশ্যক। এছাড়াও, একজন রিসেপশনিস্ট হিসাবে কাজ করার অন্তত দুই বছরের অভিজ্ঞতা।

বয়সের ঊর্ধ্বসীমা

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
জেনারেল ক্যাটগরি- 28 বছর
SC-33 বছর
EWS- 28 বছর
ওবিসি- 31 বছর

জুনিয়র স্টেনোগ্রাফার
জেনারেল ক্যাটগরি- 27 বছর
ওবিসি- 30 বছর

রিসেপশনিস্ট
জেনারেল ক্যাটগরি- 28 বছর

ডাক বিভাগের গুরুত্বপূর্ণ পদে চলছে নিয়োগ, জানুন সব আবেদন তথ্য
বেতন
জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট - প্রতি মাসে 19900-63200 টাকা
জুনিয়র স্টেনোগ্রাফার - প্রতি মাসে 25500-81100 টাকা
রিসেপশনিস্ট- প্রতি মাসে 35400-112400 টাকা

প্রায় 2000 শূন্যপদে নিয়োগ করছে নভোদয় বিদ্যালয় সমিতি, বিশদে জানুন এক ক্লিকে
কীভাবে করবেন আবেদন?আবেদন জমা করার জন্য প্রার্থীদের CSIR-CECRI-র অফিসিয়াল ওয়েবসাইট https://jsarecruit.cecri.res.in/ এ গিয়ে আবেদন জমা করতে হবে।

পরের খবর