অ্যাপশহর

OMG! ছেলেদের এই ব্যান্ডে একজনও ছেলে নেই!!

সোশ্যাল নেটওয়ার্কে ৯ লাখের বেশি ফলোয়ার

EiSamay.Com 31 Mar 2017, 4:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কেটি পেরি বা ব্যাকস্ট্রিট বয়েজ-র মতোই জনপ্রিয় তারা। নিজের দেশে তাদের ভক্তসংখ্যা চমকে দেওয়ার মতো। অথচ চিনের নতুন বয় ব্যান্ড আক্রাশ-এর একটা অ্যালবামও এখনও রিলিজ হয়নি।
EiSamay.Com members of chinas newest boy band are girls
OMG! ছেলেদের এই ব্যান্ডে একজনও ছেলে নেই!!


তাহলেও এই জনপ্রিয়তার কারণ? দেশজুড়ে খোঁজ চালিয়ে ৫ সদস্যের ব্যান্ড তৈরি করা হয়েছে। মিউজিকের পাশাপাশি আরও একটি কারণে তাঁদের জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বগামী। বয় ব্যান্ডের ৫ জনই মেয়ে। চিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অডিশনের মাধ্যমে তাঁদের বাছাই করা হয়েছে। বাছাইয়ের পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরে পারফর্মও করছে আক্রাশ। আর এতেই তাদের জনপ্রিয়তার পারদ ঊর্ধ্বগামী।

প্রসঙ্গত, চিনে বয় ব্যান্ডের জনপ্রিয়তা বরাবরই বিপুল। বয় ব্যান্ডের সদস্যদের জনপ্রিয়তা এতটাই যে, কিশোরী, যুবতীরা তাঁদের ‘হাসব্যান্ড’ বা স্বামী নামেই ডাকে। অর্থাৎ বয় ব্যান্ডের সদস্যদেরই চিনা যুবতীরা স্বামী হিসেবে দেখতে চান। আশ্চর্যের বিষয় এই যে, আক্রাশ-এর সদস্যাদের বিষয়ে জানা সত্ত্বেও তাঁদেরকেও ‘হাসব্যান্ড’ নামেই ডাকা হচ্ছে। ইতিমধ্যেই আক্রাশ-এর সোশ্যাল ফ্যান ফলোয়িং ৯ লাখ ছাড়িয়ে গেছে।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল