অ্যাপশহর

খবরের খোঁজে গিয়ে সেরা সুন্দরীর মুকুট এই সাংবাদিকের মাথায়!

গিয়েছিলেন খবরের খোঁজে। ফিরে এলেন নিজেই খবর হয়ে।

EiSamay.Com 14 Apr 2017, 6:06 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন খবরের খোঁজে। ফিরে এলেন নিজেই খবর হয়ে। কীসের? সৌন্দর্য প্রতিযোগিতার বিজেতার! এমনই অভিনব ঘটনা ঘটেছে ব্রিটেনের লরা গুডারহ্যামের সঙ্গে।
EiSamay.Com journalist sent to cover beauty pageant ends up winning it
খবরের খোঁজে গিয়ে সেরা সুন্দরীর মুকুট এই সাংবাদিকের মাথায়!


২৪ বছরের লরা দ্য গ্রিমসবি টেলিগ্রাফ-এ সাংবাদিক হিসেবে কাজ করেন। সম্প্রতি ২০১৭ মিস গ্রেট গ্রিমসবি অ্যান্ড ডিসট্রিক্ট সৌন্দর্য প্রতিযোগিতার অডিশনে খবরের খোঁজে হাজির হয়েছিলেন লরা। সেখানেই অডিশন সংক্রান্ত খবর সংগ্রহ করছিলেন তিনি। আর তখনই চোখে পড়ে যান গতবারের বিজয়ী মিলি মার্গারেটের। ৩ বারের প্রাক্তন চ্যাম্পিয়ন লরাকে দেখেই প্রতিযোগিতায় অংশ গ্রহণের প্রস্তাব দেন।

‘প্রথমে আমি রাজি হচ্ছিলাম না। অস্বস্তি হচ্ছিল র‌্যাম্পে হাঁটব ভেবে। আমি এটা করতে চাইনি জীবনে। কিন্তু, পরে রাজি হলাম।’ জানিয়েছেন লরা। আর রাজি হয়েই বাজি মেরে দেন সাংবাদিক লরা।



একের পর এক রাউন্ড পেরিয়ে সোজা ফাইনাল। এবং সেখানেও সেরা সুন্দরীর মুকুট মাথায়। গোটা ঘটনা কোনও রূপকথার থেকে কম নয়।

সৌন্দর্য প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পুরস্কার অর্থ চ্যারিটিতে দান করতে চেয়েছেন তিনি। তবে এবার কী? মডেলিং না সাংবাদিকতা? লরা জানিয়েছেন, নতুন অভিজ্ঞতা করতেই নতুন পেশায় যোগ দেবেন তিনি।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল