অ্যাপশহর

তুচ্ছ শারীরিক বাধা, অদম্য জেদই এনে দিল সেরা সুন্দরীর মুকুট

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে অভ্যস্ত এই কৃষ্ণাঙ্গ মেয়ে।

EiSamay.Com 10 May 2017, 8:52 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শারীরিক প্রবিন্ধকতাকে জয় করে ইতিহাস গড়ল এই বধির মেয়ে। দেশের তো বটেই, সারা বিশ্বে এমন ঘটনা বোধহয় এই প্রথম।
EiSamay.Com deaf girl crowned miss tourism mombasa
তুচ্ছ শারীরিক বাধা, অদম্য জেদই এনে দিল সেরা সুন্দরীর মুকুট


ফ্যাশন দুনিয়ায় এক বিরলতম ঘটনা ঘটিয়ে এই বধির মেয়ে এখন পেজ থ্রি-র পাতায় শীর্ষে। শারীরিক অক্ষমতাকে জয় করে ২১ বছরের ব্যাবিলিয়নরে মাথায় জ্বলজ্বল করছে মোম্বাসা দেশের মিস টুরিজ্যমের মুকুট।



ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতে অভ্যস্ত এই কৃষ্ণাঙ্গ মেয়ে। বিউটি থেরাপি নিয়ে ডিপ্লোমা পাশ করেই মডেলিং দুনিয়ায় হাতেখড়ি হয় তাঁর। যেকোনও কাজেই পরিবারকে পাশে পেয়েছেন তিনি। তবে এই সাফল্য পেতে তাঁকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে শৈশবকালে। তবে সৱ বাঁধাকে অতিক্রম করে নিজের অদম্য জেদে প্রমাণ করেছেন, তিনি কোনও অংশে কারোর থেকেই কম যান না। বধির কমিউনিটি, পরিবার, বন্ধুবান্ধবরা সবসময় সাহস জুগিয়েছেন তাঁকে। তাই এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়েও নিজের কাছের মানুষদের ধন্যবাদ দিতে ভোলেননি ব্যাবিলিয়ন মুকিলা।



বরাবর নিজের লক্ষ্য, স্বপ্নে অটল এই মেয়ে একজন সফল বিউটি থেরাপিস্ট ও মডেল। বধিরতা নিয়ে ও সৌন্দর্য প্রতিযোগিতায় তিনিই একমাত্র অংশগ্রহণ করেছিলেন। রিজফার হেয়ার অ্যান্ড বিউটি কলেজ আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম পাঁচজনের মধ্যে নিজেকে প্রমাণ করতে পেরে গর্বিত এই সুন্দরী।

পরের খবর

Lifestyleসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল