অ্যাপশহর

Hindu Boy Baby Names: শ্রীকৃষ্ণের এই সব নামে ডাকতে পারেন আপনার আদরের গোপালকে, এগুলি বেশ আধুনিক কিন্তু!

নামের সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিত্ব, তাই সন্তানের যে নামই রাখুন না কেন তার যেন একটা সুন্দর অর্থ থাকে। নিরর্থক নামের মতোই ব্যক্তির জীবনও নিরর্থক হয়ে পড়ে।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 10 Mar 2023, 9:00 am
কোনও ব্যক্তির নাম তাঁর প্রথম পরিচয়। অনেকে বলেন নাম-ই আমাদের জীবনে প্রভাব বিস্তার করে থাকে। অনেক পরিবারে সন্তান জন্মের তারিখ ও সময় বিচার করে সন্তানের নামকরণ করা হয়। শিশুর নামকরণের সময় বিশেষ কিছু বিষয়ের প্রতি নজর রাখা উচিত, যা আমরা অনেকেই গুরুত্ব দিই না। তবে, শ্রীকৃষ্ণের এই নামগুলি অনেকেই জানেন না। এই প্রতিবেদনে রইল সেই তালিকাটি।
EiSamay.Com unique baby boy names inspired by lord krishna
Hindu Boy Baby Names: শ্রীকৃষ্ণের এই সব নামে ডাকতে পারেন আপনার আদরের গোপালকে, এগুলি বেশ আধুনিক কিন্তু!


হিন্দু ধর্মে কৃষ্ণকে আদর্শ পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। তিনি যেমন সাহসী, বীর, রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন, প্রজাবত্‍সল রাজা, অন্যদিকে তিনি বন্ধুও। তাই পুত্র সন্তানের জন্য এই নামগুলি রাখতে পারেন।

ইংরেজির A অক্ষর দিয়ে রইল তালিকা

অভ্যুক্ত (Abhyukt): এই নামটি অনেকেই শোনেননি। কৃষ্ণের মন পরিষ্কার বা স্বচ্ছ। তাই তাঁকে এই নামে ডাকা হয়। চাইলে আপনিও ছেলের জন্য রাখতে পারেন।

অনিরুদ্ধ (Anirudhya): বাঙালিদের কাছে জনপ্রিয় এই নামটি। এই নামের অর্থ বাধাহীন। কৃষ্ণের অপর একটি নাম অনিরুদ্ধ।

অনন্ত (Ananta): অনন্ত শব্দের অর্থ যার শেষ নেই। বাঙালিদের কাছেও পরিচিত এই নামটি। কৃষ্ণকেও এই নামে ডাকা হয়।

ইংরেজির K অক্ষর দিয়ে রইল তালিকা

কান্নান (Kannan): এই নামের অর্থ মহান। কৃষ্ণকেও কান্নান নামে ডাকা হয়। ছেলেকে এই নামটি দিলে মানাবেও বেশ।



কৃদায় (Kriday): এই নামটি একেবারেই আনকমন। একটু অন্যরকমের নাম রাখতে চাইলে কৃদায় নামটি রাখতে পারেন।
কৃষ (Krish): কৃষ্ণের নামটি ছোট করে কৃষ বলা হয়। নামটি বেশ আনকমন ও স্টাইলিশ।

ইংরেজির S অক্ষর দিয়ে রইল তালিকা

সাকেত (Saket): এই নামটি বেশ আনকমন। বাঙালিদের মধ্যে সাকেত নামটি তেমন একটা দেখা যায় না। ছেলের জন্য রাখলে বেশ মানাবে।



শৌভিত (Souvit): এই নামটির অর্থ সজ্জিত। কৃষ্ণের ১০৮টি নামের মধ্যে একটি।

সিদ্ধান্ত (Sidhant): এই নামটি বেশ আধুনিক। সিদ্ধান্ত নামের অর্থ আদর্শ। চাইলে কৃষ্ণের এই নামটিও রাখতে পারেন।

Baby Girl Names: আলোর মতো উজ্জ্বল হোক আদরের মেয়ের নাম, রইল তেমনই এক নামের তালিকা
লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর