অ্যাপশহর

সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে নেওয়া এই নামগুলির পৌরাণিক তাৎপর্য রয়েছে, সন্তানের জন্য রাখলে বেশ মানাবে!

সংস্কৃত শব্দভাণ্ডার থেকে এই নামগুলি একেবারেই আধুনিক। বাচ্চার জন্য আনকমন নাম রাখতে হলে এই নামগুলি সেরা হবে। দেখে নিন সেই তালিকা।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 23 Mar 2023, 1:41 pm
আজকালকার দিনে বাবা-মায়েরা ট্রেন্ডিং নাম রাখার চেষ্টা করেন। বিশেষ করে যে নামগুলির একটি বিশেষ অর্থ রয়েছে। তবে সংস্কৃতেও এমন কিছু নাম রয়েছে, যার অর্থ জানলে আশ্চর্য হয়ে যাবেন আপনিও।
EiSamay.Com remarkable sanskrit baby names for girls and boys
সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে নেওয়া এই নামগুলির পৌরাণিক তাৎপর্য রয়েছে, সন্তানের জন্য রাখলে বেশ মানাবে!


২০২৩ সালেও এই নামগুলি কিন্তু ট্রেন্ডিং। সংস্কৃত শব্দ ও শব্দসমষ্টির দিয়ে তৈরি এই নামগুলির অর্থ ও পৌরাণিক ব্যাখা জানলে আশ্চর্য হয়ে যাবেন। আমাদের তালিকায় থাকা এই নামগুলি একেবারেই আনকমন ও আধুনিক। রইল সেই তালিকা।

ছবি সৌজন্য: pexels.com

​A দিয়ে নাম রাখতে চাইলে

আদি (Adi)- এই নামের অর্থ সর্বোচ্চ। নতুন উদ্ভাবনী শক্তি, এই অর্থেও নামটি ব্যবহার করা হয়। ভগবান শিবের ১০৮টি নামের মধ্যে আদি অন্যতম।

আহান (Ahan)- আহান নামের অর্থ ভোর। ভোর দিনের সূচনা কাল। সংস্কৃতে আহান শব্দটি ভোর অর্থে ব্যবহার করা হয়।

আলেখ (Alekh) - এই নামটি আমাদের দেশে বেশ জনপ্রিয়। সংস্কৃতে আলেখ নামের অর্থ শেখা। ভগবান শিবকেও এই নামে ডাকা হয়। আবার আলেখ নামের আরও কিছু অর্থ আছে। যেমন জ্ঞান ও বৃদ্ধি।

রইল আরও কিছু নামের তালিকা

অঞ্জয় (Aanjay): ছেলের জন্য অঞ্জয় নামটিও বেছে নিতে পারেন। অঞ্জয় নামের অর্থ অজেয়, বিজয়ী। এই নামটি কিন্তু বেশ আনকমন। তাই আপনার বাচ্চার জন্য বেছে নিলে মন্দ হবে না।

আগমায়া (Agmaya): যিনি জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, সেই ব্যক্তিকে আগমায়া বলা হয়।

জিরাইয়া (Jiraiya): মেয়েদের জন্য এই নামটি সেরা ও আনকমন। এমন বিশ্বাস রয়েছে যে জিরাইয়া নামের মানুষেরা সৎ হন এবং জীবনে খুব জনপ্রিয়তা অর্জন করেন। শক্তিশালী, সংকল্পবদ্ধ,সুন্দর ব্যক্তিত্বের অধিকারীদেরও এই নামে ডাকা হয়।

মেয়েদের জন্য নামের তালিকা

জানকী (Janki): রামায়ণে দেবী সীতা ছিলেন রাজা জনকের কন্যা। তাই তাঁকে জানকী নামেও ডাকা হত।

কৌশল্যা (Kaushalya) : শ্রী রামচন্দ্রের মায়ের নাম ছিল কৌশল্যা। এই নামের অর্থ প্রজ্ঞা এবং প্রতিভা।

​ইশিকা (Ishika): রামায়ণে যুদ্ধের সময় যে অস্ত্রের ব্যবহার হয়েছিল, সেগুলিকে ইশিকা নামেও ডাকা হয়। এটি একটি আধুনিক নামও বটে।

Hindu Boy Baby Names:সিদ্ধিদাতার পুত্রের নামে নামকরণ করুন ছেলের, বেছে নিন এই তালিকা থেকে

লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর