অ্যাপশহর

Pregnancy Tips: গর্ভাবস্থায় ঠিক কত দিন পর শিশুর চোখ মেলতে শুরু করে জানেন?

Tips for a Healthy Pregnancy: নারীর জীবনের গুরুত্বপূর্ণ সময় হল গর্ভাবস্থা। শুধু নারী নয়, তার শিশুর জীবন কী ভাবে গড়ে উঠবে তা অনেকটাই নির্ভর করে এই সময়ের উপর।সৃ ষ্ট-জগতের সবচাইতে অসাধারণ প্রক্রিয়া বোধহয় গর্ভধারণ এর মাধ্যমে একজন মানুষের সৃষ্টি- একটি মানব শিশুর জন্ম। ছোট্ট একটি কোষ থেকে এক বিন্দু রক্তকণিকা – তারপর ছোট্ট নরম তুলতুলে এক মানবশিশু।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 16 Nov 2022, 2:02 pm
শরীরের ভিতর ধীরে ধীরে বেড়ে ওঠে আরেকটা প্রাণ। গর্ভস্থ সন্তান একটা নির্দিষ্ট সময়ের পরেই নিজের উপস্থিতি জানিয়ে দেয় তার মাকে। মনে করিয়ে দেয়, এবার সে তার মায়ের মুখ দেখতে চায়, মায়ের মতোই সেও বড্ড অস্থির তাদের দুজনের এই প্রথম দেখা হওয়ার কথা ভেবে। মাতৃত্বের সর্বপ্রথম ধাপ নিজের সন্তানকে গর্ভে ধারণ করা, নিজের শরীরের ভিতর তিল তিল করে বেড়ে ওঠা আরেকটা প্রাণের অস্তিত্ব অনুভব করা।
EiSamay.Com how your babys eyes and vision develop in the womb
Pregnancy Tips: গর্ভাবস্থায় ঠিক কত দিন পর শিশুর চোখ মেলতে শুরু করে জানেন?


গর্ভে, আপনার শিশুর চোখ আলো এবং আকার বোঝার জন্য যথেষ্ট ভালভাবে বিকাশ করে। শিশুরা প্রায় 27 সপ্তাহের মধ্যে গর্ভে তাদের চোখ খোলে এবং 31 সপ্তাহ থেকে একটি উজ্জ্বল আলোতে সাড়া দেবে। জন্মের আগে, আপনার শিশুর দৃষ্টি অস্পষ্ট, কিন্তু এমনকি জরায়ুতেও আপনার শিশু বস্তুর উপর ফোকাস করতে পারে, বস্তুর উপর নজর রাখতে পারে এবং একটি রঙ দেখতে পারে – লাল!

প্রেগন্যান্সির ভাগ

প্রেগন্যান্সির সম্পূর্ণ সময়টাকে তিনমাস করে ভাগ করা হয়ে থাকে, এবং এই তিনমাস করে সময়কে এক একটি Trimester হিসেবে ধরা হয়। প্রেগন্যান্সির (শেষের তিনমাস সময় অর্থাৎ ২৮-৪০ সপ্তাহ সময়কে বলা হয় Third Trimester বলা হয়।

​গর্ভে শিশুর চোখ কখন বিকশিত হয়?

আপনার শিশুর চোখ দুটি গর্ভাবস্থায় ৬ সপ্তাহ থেকে শুরু করে বিকাশ হতে। মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত এই বিকাশ শেষ পর্যন্ত অপটিক স্নায়ুতে তৈরি হয়। বিশেষজ্ঞদের মতে, প্রায় সপ্তম সপ্তাহে চোখের প্রধান অংশগুলি যা দৃষ্টিশক্তিকে সক্ষম করে - কর্নিয়া, আইরিস, পিউপিল, লেন্স এবং রেটিনা - বিকাশ শুরু করে এবং কয়েক সপ্তাহ পরে তারা প্রায় সম্পূর্ণরূপে গঠিত হয়।

​বাচ্চারা কখন চোখ খোলে?

গর্ভাবস্থার 27 সপ্তাহের মধ্যে, আপনার দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে আপনার শিশুর চোখ প্রথম খোলে। 31 সপ্তাহের মধ্যে, সংকুচিত, প্রসারিত এবং আলো শনাক্ত করতে পারে। স্নায়ুতন্ত্র শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শুরু করে ও শ্বাসপ্রশ্বাস প্রক্রিয়া নিয়মিত হতে সাহায্য করে। দৃষ্টিশক্তির বিকাশ ঘটার কারণে, বাইরে আলো জ্বালালে পেটের ভিতর থেকেও শিশু তা অস্পষ্টভাবে অনুভব করতে পারে।

Pregnancy Tips: প্রেগন্যান্ট অবস্থায় নাইট শিফট করছেন? শিশুর কতটা ক্ষতি হতে পারে রইল বিশেষজ্ঞ পরামর্শ

লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর