অ্যাপশহর

গ্যাসের সমস্যা হতে পারে নবজাতকদেরও! এই পদ্ধতিতে মালিশ করুন, মিলবে স্বস্তি

গ্যাসের সমস্যায় শুধু বড়রাই নয়, ছোটরাও কিন্তু কষ্ট পায়। তবে পার্থক্য হল, বড়রা বিষয়টি টের পায়, আর শিশুরা তা প্রকাশ করতে পারে না। ফলে কান্নাকাটি জুড়ে দেয়। নবজাতকরা মায়ের দুধ খায় আর তার থেকে মাঝে-মাঝে এই ধরনের সমস্য দেখা দিতে পারে। এমনটি হলে ভয় না পেয়ে বরং কয়েকটি ঘরোয়া উপায়ে সমস্যা সারিয়ে তুলুন।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 18 Mar 2023, 1:18 pm
জন্মের পর বহু শিশুরই পেটে গ্যাসের সমস্যা দেখা দেয়। তবে নবজাতকদের গ্যাসের সমস্যা সাধারণত কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। তবে কারও কোনও কোনও বাচ্চাকে একটু বেশি দিনই এই সমস্যা ভুগিয়ে থাকে। সেক্ষেত্রে পেট ব্যথা, ঘুম না হওয়ার মতো লক্ষণ প্রকাশ পায়।
EiSamay.Com gassy baby these ways to help your baby find relief
গ্যাসের সমস্যা হতে পারে নবজাতকদেরও! এই পদ্ধতিতে মালিশ করুন, মিলবে স্বস্তি


নবজাতক শিশুরা মাতৃদুগ্ধ পান করে থাকে। মায়ের খাওয়া-দাওয়ার কারণেও বাচ্চার পেটে গ্যাস হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে বা ঠিকঠাক করে দুধ না খেলেও এই সমস্যা দেখা দেয়। সে সময় ওষুধ খাইয়ে গ্যাস কমানোর চেষ্টা করেন মায়েরা। তবে, ওষুধ না খাইয়েও খুব সহজ উপায়ে বাচ্চাদের গ্যাস দূর করা যায়। জেনে নিন সেই কৌশলগুলি সম্পর্কে…

​মালিশ করুন

মালিশ করার সময় পেট থেকে গ্যাস বেরিয়ে যায়। ফলে কষ্ট কমতে সময় লাগে না। মালিশ করার জন্য ভালো তেল ব্যবহার করতে পারেন। তবে যে তেল শিশুর ত্বকের জন্য আদর্শ, সেই তেল দিয়েই কিন্তু মালিশ করবেন।

​এই পদ্ধতিতে মালিশ করুন

ঘড়ির কাঁটা ঠিক যেভাবে ঘোরে, ঠিক সেই দিক দিয়ে মালিশ শুরু করুন। ডান হাত দিয়ে বাঁ থেকে ডান দিকে অর্ধবৃত্তাকারে মালিশ করুন। আবার বাঁ হাত দিয়ে মালিশ করে ওই বৃত্তটা সম্পূর্ণ করুন। খুব জোর দিয়ে মালিশ করবেন না যেন! সব সময় হাল্কা ছোঁয়ায় মালিশ করা উচিত।

​মুনওয়াকিং মালিশ

গ্যাসের কারণে বাচ্চার পেটে ব্যথা হলে শিশুর পেটে নিজের আঙুল দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে ম্যাসাজ করুন। নাভির ওপর আঙুলের সাহায্যে মুনওয়াকের মতো করে ম্যাসাজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন, মালিশ করার সময় নখ যেন কাটা থাকে, যাতে শিশুর ব্যথা না লাগে।

পা ধরে পেটের দিকে মুড়ে দিন

বাচ্চাকে সোজা শুইয়ে, হাঁটুর কাছ থেকে পা ধরে পেটের দিকে মুড়ে দিন। দুই পা এক সঙ্গে পেটের কাছে নিয়ে যান। এই অবস্থায় ৫ সেকেন্ড রাখুন। তিন বার করুন। তাতে করে বাচ্চাদের পেটে জমে থাকা গ্যাস সহজে বেরিয়ে যাবে। উল্লেখ্য, ম্যাসাজ করার সময় বাচ্চা কাঁদতে শুরু করলে থেমে যান। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর