অ্যাপশহর

Hindu Baby Girl Names: আদিশক্তির এই নামগুলি যেমন শ্রুতিমধুর তেমনই আধুনিক, আদরের মেয়ের জন্য রাখলে মন্দ হবে না!

হিন্দু ধর্মে আদিশক্তি জগতের স্রষ্টা বলে মনে করা হয়। তাই দেবীর নামে আপনার ছোট্ট সোনামণির নামকরণ করতে চাইলে এই প্রতিবেদনে উল্লেখিত তালিকায় একবার চোখ বুলিয়ে নিন। আদরের মেয়ের জন্য এই তালিকা থেকে পছন্দমতো একটা বেছে নিতেই পারেন আপনি।

Produced byশ্রাবণী অধিকারী | EiSamay.Com 21 Mar 2023, 9:47 am
হিন্দু ধর্ম শাস্ত্র থেকে জানা যায় এই জগতের স্রষ্টা ব্রহ্মা। তিনিই পুরুষ আবার তিনিই প্রকৃতি। হিন্দু শাক্তমতে আদিশক্তি হিসেবে মহামায়াকে পুজো করা হয়। হিন্দু শাক্ত অনুসারে আদিশক্তিকে পরমাশক্তি, মহাশক্তি, মহাগৌরী, মহাদেবী, মহালক্ষ্মী, চামুণ্ডা, কালী, তারা, দূর্গা, জগদম্বা, মহাসরস্বতী, সীতা, রাধা-সহ আরও নানা নামে, নানা রূপে পুজো করা হয়।
EiSamay.Com adishakti names for baby girl
Hindu Baby Girl Names: আদিশক্তির এই নামগুলি যেমন শ্রুতিমধুর তেমনই আধুনিক, আদরের মেয়ের জন্য রাখলে মন্দ হবে না!


হিন্দু পুরাণে আদিশক্তির নানান রূপের বর্ণনা পাওয়া যায়। আমারা বাঙালিরা তাঁকে বারো মাসে নানা রূপে পুজো করে থাকি। আদিশক্তির বারোটি রূপ বাঙালি শাক্ত অনুসারে প্রচলিত । তিনি কখনও গন্ধেশ্বরী, ফলহারিণী, কামাক্ষ্যা, শাকম্ভরী, পার্বতী, দুর্গা, জগদ্ধাত্রী, কাত্যায়নী, পৌষকালী, রটন্তীকালী, সঙ্কটনাশিনী ও বাসন্তী। এই প্রতিবেদনে রইল আদিশক্তির কয়েকটি আধুনিক নাম। চাইলে মেয়ের জন্য রাখতে পারেন। দেখে নিন সেই তালিকা।
pexels.com

​ইংরেজি A অক্ষর দিয়ে নাম রাখতে চাইলে

আদ্যা (Adya): আদ্যা নামের অর্থ আদিশক্তি অর্থাৎ প্রথমা কেউ কেউ ধরিত্রীকেও আদ্যার নামের অর্থ হিসেবে মনে করেন।


আর্যা (Arya): আর্যা নামের অর্থ দেবীর দয়াময়ী রূপকে বলা হয়। মেয়ের জন্য এই নামটি রাখলে বেশ মানাবে কিন্তু।

অনিকা (Anika): সৌন্দর্য ও বুদ্ধির জন্য দেবীকে এই নামে ডাকা হয়।

​ইংরেজি B অক্ষর দিয়ে নাম রাখতে চাইলে

বরুণী (Baruni): আদিশক্তি অর্থাৎ দেবী দুর্গার অপর নাম বরণী। পুরনো হলেও মেয়ের জন্য রাখতে পারেন।



ভার্গবী (Bhargabi): সুন্দর ও আকর্ষণীয় রূপের কারণে তাঁকে এই নামে ডাকা হয়।


ভাব্যা (Bhavya): এই নামটি বেশ আধুনিক। পার্বতীর মতো যে রূপবতী ও গুণবতী তাকে এই নামে ডাকা হয়।

এ ছাড়া আরও যে নাম রাখতে পারেন

ঐশানী (Oishani): এই নামটির অর্থ শক্তিরূপিনী। আদিশক্তির এই নামটি একেবারেই আনকমন এবং আধুনিক।



দেবেশী (Debeshi): যিনি সব দেবতাদের মধ্যে প্রধান তাঁকে এই নামে ডাকা হয়। দেবেশী নামটিও একেবারে আনকমন।

এশা (Easha): দেবীর আরেক নাম এশাও। এমন বিশ্বাস রয়েছে যে দেবীর শুদ্ধতম রূপকে এশা নামে ডাকা হয়ে থাকে। আপনার মেয়ের জন্য় এই নামটি বেছে নিলে কেমন হয়? তাকে মন্দ লাগবে না বলুন!

হিমানী (Himani): হিমবাহের মতো সুন্দর ও পবিত্র তাই দেবীকে এই নামে ডাকা হয়।

তনভি (Tanvi): এই নামটির অর্থ সুন্দর। তানভি নামটি বাঙালিদের মধ্যে খুব একটা শোনা যায় না, তাই মেয়ের জন্য রাখলে বেশ মানাবে কিন্তু।
লেখকের সম্পর্কে জানুন
শ্রাবণী অধিকারী
"শ্রাবণী অধিকারী সাংবাদিকতার ক্ষেত্রে ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন বিশিষ্ট লেখক এবং সম্পাদক। তাঁর কর্মজীবন শুরু হয় একজন সাব এডিটর হিসাবে। শ্রাবণীর ব্যতিক্রমী লেখা এবং সম্পাদনা নৈপুণ্যতার প্রকাশ পায়। সংবাদ এবং লাইফস্টাইল-সহ বিভিন্ন বিভাগ পরিচালনায় তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। সহজ ও মনোগ্রাহী শব্দের ব্যবহারে শ্রাবণীর লেখা পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। যে কোনও বিষয়কে পাঠকদের কাছে আকর্ষণীয় করে তুলতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। তাঁর লেখা বহুমুখী যা পাঠকের হৃদয় স্পর্শ করে। লেখার মাধ্যমে কী ভাবে পাঠকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় তা তাঁর লেখনীতে প্রকাশ পায়। শ্রাবণী গত ৩ বছর ধরে একটি শীর্ষস্থানীয় প্রকাশনার লাইফস্টাইল বিভাগ পরিচালনা করে আসছেন। এই বিভাগে তাঁর অভিজ্ঞতা এবং সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়। এই সংস্থার লাইফস্টাইল বিভাগটিতে পাঠকদের জন্য আরও প্রাসঙ্গিক এবং চিত্তাকর্ষক লেখনী দিয়ে ভরিয়ে তুলেছেন। লেখার প্রতি তাঁর আবেগ প্রতিটি নিবন্ধেই স্পষ্ট, যা প্রকাশনার জন্য অমূল্য সম্পদ করে তুলেছে।"... আরও পড়ুন

পরের খবর