অ্যাপশহর

Relationship Tips: চাকরির 'চাকর' হয়ে কি প্রেমিক ভুলেছে আপনাকে? পরিস্থিতি সামলান এই ৫ টিপসে

চাকরি না করলে পয়সা আসবে না। পয়সা না পেলে ভালোবাসা উড়ে যাবে। তবে নিজের কেরিয়ারের পিছনে দৌড়াতে গিয়ে যদি প্রেমিক আপনাকে সময় না দেন, তবে সাবধান! এই কয়েকটি উপায়েই করুন সমস্যার সমাধান।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 31 Jan 2023, 12:19 pm
আমরা হলাম শ্রমজীবী। শ্রমের বিনিময়ে পয়সা পাই। রোজ কাজ না করলে, নিজেকে প্রমাণ না করলেই বিপদ! এমনকী চাকরি জীবন থেকে ছুটি হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। আর এই ভয়েই মরেন অনেকে।
EiSamay.Com what to do if your boyfriend not giving time because of his job
Relationship Tips: চাকরির 'চাকর' হয়ে কি প্রেমিক ভুলেছে আপনাকে? পরিস্থিতি সামলান এই ৫ টিপসে


বিশেষজ্ঞরা বলে থাকেন, চাকরি করতে হবে। কাজ আমাদের খুবই প্রয়োজন। তবে কাজের জন্য জীবন বিকিয়ে দিলে খুবই মুশকিল। তাই আপনাকে নিজের জন্য সময় খরচ করাটা শিখতে হবে। চেষ্টা করুন যতটা সম্ভব এই বিষয়টি মাথায় রাখার। নইলে কোনও সম্পর্কই টিকবে না।

তবে পুরুষ মানুষদের উপর উপর সংসারের চাপ থাকে। তাই তাঁরা খুব বেশি দুশ্চিন্তায় ভোগেন। তাঁরা নিজের কেরিয়ারে বেশি সময় দেন। ফলে পরিজনদের সময় দিতে পারেন না। এবার এমনটা আপনার বয়ফ্রেন্ডের সঙ্গেও হতে পারে। তিনিও অফিসের কাজে নিজেকে নিগড়ে দিতে পারেন। তখন সময় থাকে না একবারেই।

প্রথমেই বলে রাখি, সম্পর্কে সময় দেওয়া জরুরি। তাই বয়ফ্রেন্ড কাজ নিয়ে পাগল হলে তাঁকে বোঝান। নইলে বিপদ আপনার সামনে এসে উপস্থিত হতে পারে। তাই এই কয়েকটি উপায়ে সমস্যার সমাধান করার চেষ্টা করুন।

১. মনের খবর মনের মানুষকে জানান

আপনার যে মন ভালো নেই, বয়ফ্রেন্ডকে যে প্রতিপদে মিস করেন, এটা বলতে হবে। তাঁকে সবটা খুলে বলুন। আপনি তাঁর সান্নিধ্য পাচ্ছেন না, এই কারণে ভালোবাসার নদীতে চড়া পড়া সম্ভব। তাই নিজেদের সময় দেওয়াটা খুবই জরুরি। এই কথাগুলি প্রেমিকের মনে ঢুকিয়ে দিতে পারলে আপনি ভালো থাকতে পারবেন অনায়াসে। সুস্থভাবে এগিয়ে যাবে জীবন।

২. ছুটির দিনে নিরিবিলিতে-নিশ্চিন্তে সময় কাটান দুজনে

কাজের দিন তিনি সময় না পেতেই পারেন। তবে সপ্তাহে একটি ছুটির দিন তো রয়েছে। সেই দিন একটু দূরে কোথাও চলে যান। শহরের থেকে কিছুটা বাইরে প্রকৃতির মাঝে থাকতে বেশ ভালোই লাগবে। এবার থেকে ছুটির দিনগুলি ব্যবহার করতেই হবে। তবেই সব সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন অনায়াসে। আপনাদের সম্পর্কও প্রাণ ফিরে পাবে।

৩. চাকরিই সব নয়

পয়সা তো প্রয়োজন। তবে টাকার জন্য কী সব করা যায়! না করা সম্ভব নয়। তাহলে তো পড়াশোনা না শিখে খারাপ কাজ করতে পারতেন। দেখতেন টাকাপয়সায় ভরে যাচ্ছে ঘরবাড়ি। অভাব বলে কিছু নেই। কিন্তু বেশিরভাগ মানুষই সেই পথ নেন না। অর্থাৎ টাকাই সব নয়। এবার এই বেদবাক্য পুড়ে দিতে হবে প্রেমিকের মনে। তাঁকে একটু চাপ মুক্ত হতে বলুন। আপনি এই কাজটা করতে পারলেই দেখবেন তিনি বুঝেছেন। সব ভালোয় ভালোয় চলছে।

৪. পাশে থাকলেই কেল্লাফতে

সময়টা এখন একটু বিগড়ে গিয়েছে হয়তো। তবে সব ঠিক হয়ে যাবে। কোনও বাড়তি চিন্তা করবেন না। এমনকী সঙ্গীকেও চিন্তার গ্রাস থেকে বাঁচান। বরং তাঁর পাশে থাকুন। চেষ্টা করুন যেভাবেই হোক সময়টা পার করে দেওয়ার। বোঝালে তিনি নিশ্চয়ই বুঝবেন। আপনি তাঁর কাছের লোক। তাই খুব সহজেই মন পাবেন মানুষটির।

৫. মনের ভয়ই সমস্য়ার মূলে

সময়টা খুবই খারাপ। চারিদিকে খারাপ খবর। বছর শুরু হতে না হতেই গণ ছাঁটাই চলছে সর্বত্র। তাই প্রেমিকের মনের খবর জানতে হবে। তাঁর মধ্যে ভয় কাজ করলে কাটান। বলুন, একটা চাকরি দিয়ে জীবনে সবটা মাপা যায় না। বরং চেষ্টা করুন ওনার পাশে থাকার। আশা করছি সমস্যা হবে না। তিনিও আপনার জন্য সময় বের করবেন। একদিন আপনারাও বাইকে চেপে এই পথ যদি না শেষ হয় গাইবেন। রোম্যান্সের কমতি হবে না।



আরও পড়ুন: নিজের প্রিয়বন্ধুর আজেবাজে কথা শুনে আপনার সঙ্গে ঝামেলা করছে বয়ফ্রেন্ড? এই উপায়েই সব ঠিক করুন
আরও পড়ুন: এই ৫ ধরনের পুরুষকে চোখে হারান মহিলারা, মিশলেই প্রেমে পড়ে যান
লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর