অ্যাপশহর

Relationship Tips: "২৯ বছর বয়সে বিয়ে হয়নি, বাবা-মায়ের চিন্তার শেষ নেই"

Relationship Suggestions: এই মহিলা উচ্চ শিক্ষিতা। করেন ব্যাংকে চাকরি। বয়স হয়েছে ২৯। তবে এখন বিয়ে করতে চাইছেন না। ওদিকে বাবা-মা বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। এবার তিনি বুঝতে পারছেন না কী করবেন? চাইছেন বিশেষজ্ঞের পরামর্শ।

Produced byসায়ন নস্কর | EiSamay.Com 21 Jul 2022, 5:08 pm
প্রশ্ন: আমার বয়স ২৯। এখনও হয়নি বিয়ে। আসলে আমি মাস্টার ডিগ্রি করেছি। এখন একটা ব্যাংকে কাজ করি। অবশ্য এখনও সিঙ্গেল রয়েছি। আমার জীবনে সেই অর্থে কোনও চাপ নেই। তবে আমার চাপ না থাকলে কী হবে, মা-বাবা কিন্তু বিশাল দুশ্চিন্তায় রয়েছে। তারা আমার বিয়ে দেবে বলে উঠে পড়ে লেগেছে। আর তাতেই যত সমস্যা। আসলে আমার বয়স হতে চলেছে ৩০। তবে আমার এই নিয়ে চাপ নেই। একদিন বিয়ে হবে। কিন্তু এই সময়টা একটু আনন্দে কাটাতে চাই।
EiSamay.Com relationship tips i am 29 years old but did not get married
Relationship Tips: "২৯ বছর বয়সে বিয়ে হয়নি, বাবা-মায়ের চিন্তার শেষ নেই"


আমি একজন সঠিক মানুষের অপেক্ষায় রয়েছি। তবে আমার বাবা-মা ভাবছে যে ৩০ বছরের পরে মেয়েদের বিয়ে কঠিন হয়ে যায়। আমি তাঁদরকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু তাঁরা শুনতে চাইছে না। আর এখানেই যত সমস্যা তৈরি হচ্ছে। আমি বুঝিয়েছি যে এই সময় বয়সটা একটা সংখ্যা মাত্র। আরও ২-৩ বছর বাদেও আমার অনায়াসে বিয়ে হয়ে যেতে পারে। তবে তাঁরা এটা মেনে নিতে চাইছে না।

আমি বুঝতে পারছি যে ওদের কথাও ঠিক। তবে আমার কথাও তো ভুল নয়। তবে এখন আমি বিয়ে করতে চাইছি না। এবার তারপরও তারা শুনতে চাইছে না। বুঝতে পারছি না এই সময় আমার ঠিক কী করা উচিত।

আসলে আমি চাই ৩৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে। তারপর না হয় বিয়ে হবে। এবার কোনও বিশেষজ্ঞ যদি একটু পরামর্শ দিয়ে দেন- (প্রতীকী ছবি)

​বিশেষজ্ঞের উত্তর

এই প্রসঙ্গে মুম্বইয়ের রিলেশনশিপ কাউন্সিলর রচনা আভত্রামনি বলেন, আপনি দেরি করে বিয়ে করতেই পারেন। এটা কোনও সমস্যার বিষয় নয়। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছে। তবে প্রতিটি সিদ্ধান্তের কিছু লাভ ও ক্ষতি থাকে। আমাদের সংস্কৃতিতে মেয়েরা অনেক আগে বিয়ে করে নেয়।

​তবে বদলেছে চিত্র

আসলে এখন আমাদের দেশের মেয়েরা আধুনিক। তাঁরাও এখন নিজের মতো করেই সিদ্ধান্ত নিতে পারেন। তাঁরা বুঝতে পারেন যে কোন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে নেওয়া যায়, আর কার সঙ্গে থাকা যায় না। আর এটা যে তাঁর ব্যক্তিগত বিষয়, এটাও তাঁরা বুঝতে শিখে গিয়েছেন।

​আপনার বাবা-মায়ের দিকটাও ঠিক

আপনার বয়স হয়েছে ২৯। এবার শেষ দুই বছর ধরে আপনার সঙ্গী খুঁজে চলেছেন তাঁরা। আপনি অবশ্য নিজের বাবা-মাকে বুঝিয়েছেন। তবে তাতেও খুব একটা লাভ হয়নি। আমি বুঝতে পারছি যে কিছুটা সময় আপনার দরকার। তবে আপনার বাবা-মায়ের ভাবনাও কিন্তু ভুল নয়।

আপনার ভবিষ্যৎ নিয়ে তাঁরা অবশ্যই চিন্তিত। আপনাকে তাঁরা খুশি দেখতে চান। কারও সঙ্গে আপনাকে জুড়ে দিতে পারলেই তাঁরা জীবনে খুশি হয়ে যাবেন। তবে আপনি চাইলে একটা সম্পর্কে এখন যেতে পারেন। এমনকী সেই মানুষটিকে বলতে পারেন অপেক্ষা করার জন্য।

​বিয়ে করার সিদ্ধান্ত ভুল নয়

আসলে আপনার বাবা-মা আপনাকে বিয়ের জন্য বাধ্য করতে পারেন না। আপনার সম্মতি লাগবে। আপনি যদি কোনও বিশেষ মানুষের জন্য অপেক্ষা করতে চান, করতেই পারেন। এবার সেই সময়টায় চেষ্টা করুন নিজেকে গুছিয়ে নেওয়ার। আপনি এই সময়ে চেষ্টা করুন যে কী ভাবে নিজের উন্নতি করা সম্ভব। আর ওনাদের নিজের মতো কাজ করতে দিন। এভাবেই সবদিক সামলে নেওয়া যাবে।

প্রতিবেদন সৌজন্যে: নবভারত টাইমস

मेरी कहानी: मैं 29 साल की हूं, अभी तक मेरी शादी नहीं हुई है, जिसकी वजह से मेरे पैरेंट्स बहुत ज्यादा परेशान हैं


আরও পড়ুন: "৫৩ বছর বয়সে স্ত্রীকে ধোকা দিয়েছি! অপরাধবোধ হচ্ছে"


আরও পড়ুন: "স্ত্রীর পাশে শুতে পারি না, অন্য ঘরে ঘুমাই"


লেখকের সম্পর্কে জানুন
সায়ন নস্কর
"সায়ন নস্কর ৬ বছর কাজ করছেন মিডিয়া ইন্ড্রাস্ট্রিতে। পাঠকের মনোগ্রাহী প্রতিবেদন তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করেন। সায়ন প্রিন্ট মিডিয়াতে নিজের কাজ শুরু করেন। সেই সময় থেকেই বিভিন্ন বিষয়ে প্রতিবেদন লেখার বিষয়ে তিনি পারদর্শী হয়ে উঠেছেন। এই কয়েক বছরে তিনি মূলত হেলথ ও রিলেশনশিপ বিভাগে কাজ করেছেন। এই দুই বিভাগেই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তিনি প্রকাশ করেন। সায়ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে শেষ ৬ বছর ধরে নিরন্তর কাজ করছেন। হেলথ ও ওয়েলনেস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি বিশ্লেষণধর্মী প্রতিবেদন লেখেন। তিনি সহজ সরল ভাষায় বাস্তবসম্মত লেখনিতে বিশ্বাসী। তাঁর লেখা সহজেই বোধগম্য হয়। সম্পর্ক বা রিলেশনশিপ বিভাগে তিনি ১.৪ বছর ধরে কাজ করছেন। এই সময়কালেই তিনি এই বিভাগের প্রতিবেদন লেখনিতে দক্ষ হয়ে উঠেছেন। সম্পর্ক বিষয়ক নানা টিপস তাঁর কাছ থেকে পাঠকেরা পেয়ে থাকেন। কাজের বাইরেও সায়ন পড়তে ও লিখতে ভীষণই পছন্দ করেন। এমনকী আউটডোর গেমস খেলাতেও পারদর্শী তিনি। আর ফাঁকা সময়ে ফিল্ম দেখে সময় কাটান। বিভিন্ন বিষয়ে আকর্ষণই তাঁর লেখনির মূল অস্ত্র। তাঁর লেখায় তথ্যের পাশাপাশি বিনোদনের ঝলকও দেখতে পাওয়া যায়। "... আরও পড়ুন

পরের খবর